২০১৩ সালের জেএসসি পরীক্ষার রুটিন সংগ্রহ করে নিচে দেয়া হল -
তারিখ ও দিন | বিষয় ও পরীক্ষা শুরুর সময় – সকাল ১০ টা | বিষয় কোড | বিষয় ও পরীক্ষা শুরুর সময় – বিকাল ২ টা | বিষয় কোড |
---|---|---|---|---|
৪/১১/২০১৩ সোমবার | ১। বাংলা ১ম পত্র | ১০১ | - | - |
৬/১১/২০১৩ বুধবার | ১। বাংলা ২য় পত্র | ১০২ | - | - |
৭/১১/২০১৩ বৃহস্পতিবার | ১। ইংরেজি ১ম পত্র | ১০৭ | - | - |
১০/১১/২০১৩ রোববার | ১। ইংরেজি ২য় পত্র | ১০৮ | - | - |
১১/১১/২০১৩ সোমবার | ১। বিজ্ঞান/সাধারন বিজ্ঞান | ১২৭ | - | - |
১২/১১/২০১৩ মঙ্গলবার | ১। ইসলাম ও নৈতিক শিক্ষা/ ইসলাম শিক্ষা, ২। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা/ হিন্দু ধর্ম শিক্ষা, ৩। বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা/ বৌদ্ধ ধর্ম শিক্ষা, ৪। খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা/ খ্রিষ্ট ধর্ম শিক্ষা | ১১১, ১১২, ১১৩, ১১৪ | - | - |
১৩/১১/২০১৩ বুধবার | ১। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য | ১৪৭ | - | - |
১৭/১১/২০১৩ রোববার | ১। গণিত/ সাধারন শিক্ষা | ১০৯ | - | - |
১৮/১১/২০১৩ সোমবার | ১। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | ১৫০ | - | - |
১৯/১১/২০১৩ মঙ্গলবার | ১। কৃষি শিক্ষা, ২। গার্হস্থ্য বিজ্ঞান, ৩। গার্হস্থ্য অর্থনীতি, ৪। আরবি, ৫। সংস্কৃত, ৬। পালি | ১৩৪, ১৫১, ১২৯, ১২১, ১২৩, ১২৪ | - | - |
২০/১১/২০১৩ বুধবার | - | - | ১। চারু ও কারু কলা | ১৪৮ |
বিশেষ নির্দেশাবলী:
১। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
২। সৃজনশীল ও বহুনির্বাচনি পরীক্ষায় একই উত্তরপত্র ব্যবহার করতে হবে।
৩। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে ০৩ (তিন)দিন পূর্বে সংগ্রহ করবে।
৪। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৫। পরীক্ষার্থীকে প্রত্যেক বিষয়ে স্বাক্ষর লিপিতে অবশ্যই স্বাক্ষর করতে হবে।
৬। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিতবিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতেপারবে না।
৭। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
৮। কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেহ পরীক্ষা কেন্দ্রে মোবাইলফোন ব্যবহার করতে পারবেন না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।
যে কোন বোর্ড পরীক্ষার ফলাফল জানতে নিচের লিংক এ ক্লিক করুন -
বোর্ড পরীক্ষার ফল
No comments:
Post a Comment