Friday, October 11, 2013

আমার বাণী সমগ্র

আমরা জানি,
১টি মিথ্যা ঢাকার জন্য ১০টি মিথ্যা বলতে হয়।

অর্থাৎ
১০টি মিথ্যা ঢাকার জন্য ১০০টি মিথ্যা বলতে হয়,
১০০টি মিথ্যা ঢাকার জন্য ১,০০০টি মিথ্যা বলতে হয়,
১,০০০টি মিথ্যা ঢাকার জন্য ১০,০০০ টি মিথ্যা বলতে হয়।

এভাবেই আমরা মিথ্যার চাষাবাদ করি।
মিথ্যা, মিথ্যা, তারপর মিথ্যা, এরপর মিথ্যা, এবং মিথ্যা।
 ============================
সকল চিন্তার "ফলাফল" আছে

কিন্তু

কোন দুশ্চিন্তার "ফলাফল" নেই
 ===========================
যে গাঁজা খায় সে যেমন "গাঁজাখোর"

তেমনি

যে গাঁজাখুরি কথাবার্তা বলে সেও "গাঁজাখোর"
 ==========================
সু-আচরন এবং পরিশ্রম

এ দুটোই মূলধন
 =========================
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি- কথাটি ঠিক নয়
বরং
পরিশ্রম সৌভাগ্য অর্জনের অনেকগুলো স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ মাত্র
 ============================
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
এটা জেনেও আপনি ধূমপান করেন?
এটা আমরা প্রায় সকলেই ধূমপায়ীদের বলে থাকি।

কিন্তু যারা চুরি করে
তারা কি জানে না (?), চুরি করা ক্ষতিকর
যারা ঘুষ খায়
তারা কি জানে না (?), ঘুষ খাওয়া ক্ষতিকর
যারা অহেতুক পরচর্চা করে
তারা কি জানে না (?), পরচর্চা ক্ষতিকর

আসুন ধূমপায়ীদের যেভাবে বলি, সেভাবে
চোর, ঘুষখোর, পরচর্চাকারীদেরও আমরা বলি
"ক্ষতিকর জেনেও আপনি এসব করেন?"
 ================================
কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন
আর
আমেরিকা এখন পুরো বিশ্ব শাসন করছে

কৃতিত্ব কার বেশি ?
কলম্বাসের?
নাকি
আমেরিকার?
 ================================
সকল মানুষেরই ব্যাক্তিত্ব আছে
ব্যাক্তিত্ব ছাড়া কোন মানুষ হয় না। 

কোন মানুষেরই ব্যাক্তিত্ব সকল ক্ষেত্রে যথোপযুক্ত হয় না 
আবার প্রতিটি 
মানুষেরই ব্যাক্তিত্ব কোথাও না কোথাও অবশ্যই যথোপযুক্ত 
হয়। 

যার যার ব্যাক্তিত্ব তার তার সত্ত্বার পরিচায়ক।
====================================
সন্দেহ করা কি মানুষের প্রাকৃতিক প্রবনতা ? 

মজার বিষয় হচ্ছে, যাকে মানুষ সবচেয়ে বেশি ভালবাসে
তাকেই সবচেয়ে বেশি সন্দেহ করে। 

অবশ্য যা রটে, তার কিছুতো বটেই। 
তাই না?
===================================
সকল ক্ষেত্রে আপনার বিপক্ষে কথা বলার যেমন কিছু লোক থাকবে
তেমনি আপনার পক্ষে কথা বলারও কিছু লোক থাকবেই। 

কারন, আপনি যেমন সবাইকে খুশি করতে পারবেন না। 
তেমনি আপনি সবাইকে বেজারও করতে পারবেন না।
====================================
অভাবে তাদেরই স্বভাব নষ্ট হয়

যাদের স্বভাবে সমস্যা আছে।
===============================
পৃথিবীর সকল মানুষই 

তার সবচেয়ে গোপন বিষয়টি 

অবশ্যই কারো না কারো সাথে শেয়ার করে ।
================================
কিছু বিষয় আমাদের পছন্দ হয় না

আবার 

কিছু বিষয় আমরা পছন্দ করি না

ব্যাপার দুটি একই মনে হলেও আসলে
ব্যাপার দুটির মধ্যে অন্তর্নিহিত পার্থক্য আছে।
====================================
ভদ্রতা যেখানে মূল্যহীন 
অভদ্র হওয়াই সেখানে যুক্তিযুক্ত ।
================================
যে পরিকল্পনা প্রনয়ন এবং বাস্তবায়ন করতে পারে না
সে সর্বক্ষেত্রে পরাজিত হয়।  
============================
মা বাবা সন্তানকে যে পরিমান ভালবাসে
সন্তান কখনোই মা বাবাকে সে পরিমান ভালবাসতে পারে না।
 ==========================
কিছু মানুষ নতুন কিছু জানলে, নিজে খুব প্রীত হয়
কিন্তু অন্যকে তা জানায় না
কারন এতে তার বিশেষত্ব নষ্ট হতে পারে।

আবার কিছু মানুষ নতুন কিছু জানলেই
তা আশেপাশের মানুষদের না জানানো পর্যন্ত
ঘুমাতে পারে না।
 =============================
কিছু মানুষ শুধুমাত্র অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে কিছু ভিত্তিহীন কথা বলে।
তার এই সব ভিত্তিহীন কথার জন্য অনেকে তাকে এমনকি গালাগালিও করে।
কিন্তু এতে তার কিছু আসে যায় না।
বরং মনে মনে সে এটি ভেবে তৃপ্তি পায় যে, যেভাবেই হোক অন্যদের দৃষ্টি তার প্রতি
সে আকর্ষণ করাতে পেরেছে।

আসলে এই লোকরা অযোগ্য।
============================
অতি-যত্ন অনেক ক্ষেত্রে যন্ত্রণা উৎপাদন করে।
 
=================================
 
বিবেক দিয়ে আবেগ-কে নিয়ন্ত্রন করতে হয়।
 
 =================================
 
প্রয়োজনের তাগিদেই
মানুষ অসম্ভবকে সম্ভব করে।
 ================================

পিছন পিছন অনেকে অনেক কথা বলে
ওই সব কথায় কান না দিলেই চলে।
সামনে কে কি বলল
সেটাই গুরুত্বপূর্ণ।

একইভাবে
কাউকে কিছু বলতে চাইলে
সামনাসামনি বলুন।
আপনার পিছনে বলা কথা
কোন ফল বয়ে আনবে না।

 
=================================
 
গাছের চারার যদি অযত্ন হয়
ওই চারা বড় হলে আঁকাবাঁকা হয়

ওই আঁকাবাঁকা গাছ লাকড়ি ছাড়া আর কোন কাজে লাগে না।

 
==================================
 
কিছু অব্যবস্থাপনা আছে
যা মানুষের কর্ম-আগ্রহ ধ্বংস করে দেয়।

পুনশ্চ - সমন্বয় সাধন একটি অতি জটিল কাজ।
সবাই সবসময় উক্ত কাজে সফল হতে পারে না।

 
==============================
 
ভাল আচরন একটি অমূল্য সম্পদ ।
 
==================================
 
আচরনে কঠোর হবার চেয়ে
নিয়মনীতিতে কঠোর হওয়াই ভাল।

 
=================================
 
চোখ রাঙ্গালেই যে ভয় পায়
তাকে কখনো বকবেন না।
>>>>কারন এতে সে চোখ রাঙ্গানো এবং বকা উভয় ভয় জয় করে ফেলে।

বকা দিলে যে ভয় পায়
তার গায়ে কখনো হাত তুলবেন না।
>>>>কারন এতে সে বকা এবং গায়ে হাত তোলা উভয় ভয় জয় করে ফেলে।

 
==================================
 
মাথা গরম রেখে যে সিদ্ধান্তই নিবেন
সেই সিদ্ধান্ত নিয়ে পরে আপনাকে পস্তাতে হবে ।

 
==================================
 
মাঝে মাঝে মনে হয়, যে জীবনে কোন পিছুটান থাকে না- তা কোন জীবন হল?

কিন্তু বিষয়টা মনে হয় সঠিক নয়। আসলে যে জীবনে পিছুটান নাই, তাই প্রকৃত জীবন।
পিছুটান বিহীন জীবনেই উপভোগ করা যায় প্রকৃত স্বাধীনতা। পিছুটান এর মূল বিষয় হচ্ছে মায়া, যা প্রাকৃতিক।
যেহেতু বিষয়টি প্রাকৃতিক তাই একে এড়িয়ে যাওয়া কষ্টসাধ্য ।

কোন ধর্ম সম্পর্কেই আমার বিশদ ধারনা নেই, তবে একটা জিনিস জানি, প্রায় সব ধর্মের মহাপুরুষরাই মায়া ত্যাগ করার উপদেশ দিয়ে থাকেন। এই মায়া ত্যাগ করা মানে পিছুটান ত্যাগ করা।

আসলে আমাদের এই জীবন এর কোন মানে আমি খুঁজে পাই না। জন্ম গ্রহন করি, কিছু দিন বেঁচে থাকি এবং মরে যাই।

আমার মনে হয় একজন মানুষ যদি পিছুটান/ মায়া কে জয় করতে পারেন অর্থাৎ ত্যাগ করতে পারেন তবে তিনি অবশ্যই তুলনামূলক ভাবে অনেক বেশি সুখে থাকতে পারবেন এবং এই ছোট জীবনকে অনেক বেশি উপভোগ করতে পারবেন।

 
==================================
 
জামাত শিবির কে যখন কেউ গণতান্ত্রিক দল বলে
তখন আমার মনে একটি প্রশ্ন জাগে-
জাতি হিসেবে আমি বাঙ্গালি/বাংলাদেশি, ধর্ম আমার হিন্দু
আমি বাস করি একটি গণতান্ত্রিক দেশ বাংলাদেশে তাই
আজ যদি আমি আওয়ামী রাজনীতি করতে চাই, করতে পারব
যদি আমি বি এন পি র রাজনীতি করতে চাই, তাহলেও পারব
আর বাম রাজনীতি করতে চাইলে তো কথাই নেই
কিন্তু আমি যদি জামাত শিবির এর রাজনীতি করতে চাই, তাহলে?
নিশ্চিত ভাবে বলতে পারি, আমি জামাত শিবির এর রাজনীতি করতে পারব না।
শুধু মাত্র হিন্দু হওয়ার কারনে যেখানে আমি শিবির পরিচালিত "আংকুর" ছাত্রাবাসেই থাকতে পারি নি সেখানে তাদের রাজনীতি............
যে দলে দেশের একজন মানুষ ইচ্ছে করলেও শুধুমাত্র ধর্ম বিবেচনায় নিজেকে অন্তর্ভুক্ত করতে পারে না, তা কি গণতান্ত্রিক দল হতে পারে?

এবার আসি আরেকটি প্রসঙ্গে-
আমার জীবনে আমি এমন অনেক বি এন পি নেতা , কর্মী, সমর্থক দেখেছি যারা অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। আমার জানা মতে, বি এন পি তে অনেক মুক্তিযোদ্ধা আছেন। কিন্তু দলটি আজ কোনদিকে আগাচ্ছে? কোন আদর্শ কে তারা আজ ধারন করছেন? আজ দলটি চলমান পরিস্থিতি নিয়ে যে অবস্থান গ্রহন করেছেন, দলটির কত শতাংশ কর্মী/ সমর্থক তার সাথে একমত? বি এন পি দাবি করে, তারা বাংলাদেশে বহু দলীয় গনতন্ত্র প্রচলন করেছে। তাহলে, আজ ওই দলের যারা বলছেন যে, আজকের গণহত্যা ৭১ এর গণহত্যাকেও ছাড়িয়ে গেছে, তারা কি আসলে গণতান্ত্রিক মানসিকতা পোষণ করেন। বি এন পি দাবি করে, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক, তবে কিভাবে দলটি আজ নির্লজ্জের মত যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মরিয়া হয়ে গেছে?
আজ বেগম জিয়া যে সংবাদ সম্মেলন করেছেন, তাতে তিনি বলেছেন, সংখ্যা লঘুদের উপর সরকার আক্রমন চালাচ্ছে, তিনি কি মনে করেন যে, বাংলাদেশের সব মানুষ পাগল? এবং কেন তিনি একবারও শহীদ মিনারে আক্রমন ও জাতীয় পতাকা ছেঁড়ার প্রতিবাদ করলেন না?

বহুদলীয় গনতন্ত্র জাতির জন্য ও সত্যিকারের গণতান্ত্রিক দল গুলুর জন্য আশীর্বাদ। দেশের মানুষ অনেক কষ্ট পাবে, যদি আজ থেকে ১০ বছর পর শুনতে হয়, বি এন পি নামক একটি দল বাংলাদেশে ছিল। যেমনটা আমরা শুনতে পাই মুসলিম লীগের ক্ষেত্রে।

 
==================================
 
আজকের এই দিনে অনেকে শহীদ মিনার যাবে
ফুল দিবে

আমি মনে করি শুধু শহীদ মিনারে যাওয়া বা বা ফুল দেয়া যথেষ্ট নয়
একুশের চেতনাকে মনে লালন করতে না পারলে এ দিনে শহীদ মিনারে গিয়ে ফুল দেয়া মানে, শহীদ দের সম্মান করা নয় বরং অসন্মান করা।

অনেকে হয়ত বলবে, একুশ ত আমাদের মনে এমনিতেই থাকে, একে আবার লালন করার কি আছে। এ বিষয়ে আমার দ্বিমত আছে-
আমাদের দেশের গুনিজন রা কেন আমাদের সংস্কৃতি কে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় ভাবে তুলে ধরতে পারছে না? কেন আমাদের নতুন প্রজন্ম পশ্চিমা সংস্কৃতিতে আসক্ত হয়ে যাচ্ছে?
কেন আমরা ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিস্থান ও এর স্টুডেন্ট দের প্রতি দামি দামি চোখ নিয়ে তাকাই?
কেন আমরা একটা ছেলে/মেয়ে যখন খুব সুন্দর করে বাংলায় কথা বলে তার চেয়ে ইংরাজি বলা ছেলে/মেয়ে কে বেশি গুরুত্ব দিই?
বাংলা সাহিত্য নিয়ে পাস করা অনেক ছেলে/মেয়ে দীর্ঘদিন বেকার থেকে অবশেষে হয়ত কোন রকম একটি চাকরি জোগাড় করতে পারে, ইংরাজি সাহিত্য নিয়ে পাস করার পর কোন ছেলে/মেয়ে কে কি আপনি চাকরি' র দুশ্চিন্তায় ভুগতে দেখেছেন?
ভাবতে অবাক লাগে, আমাদের দেশে এখন এমন কিছু স্কুল আছে, যেথায় বাচ্চা দের বাংলা সিখানু হয় না, এমন আছে অন্য কোন দেশে?
এমন আরও অনেক উদাহরন দেয়া যাবে। নিজে নিজে চিন্তা করলে, আপনার মাঝেই আপনি এমন অনেক উদাহরন পারেন। আসনে আমাদের ভিতর এমন ভাবে ইংরাজি প্রিতির ভুত ধুকে গেছে যে এটি আমাদেরই ব্যবহার করে আমাদেরই কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা সবই বুঝি, আবার কিছুই বুঝি না। ব্যাপারটা এমন যদিও আমি "পায়েস" ই বেশি পছন্দ করি কিন্তু বাইরের মানুষ কে দেখাই "সুপ" আমার প্রিয় খাবার আর আশ্চারজ হলে ও সত্য এতেই আমার মান বাড়ে।

এখন আবার নতুন করে আমাদের উপর চেপেছে হিন্দি প্রিতির ভুত। এত ভুত মাথায় নিয়ে আসলে আমাদের পরিনতি কি হবে, তা সত্যিই কি ভাবার বিষয় নয়?

অন্য দিকে আজ অনেকে শহীদ মিনারে যাবে শুধু লোক দেখাতে। মুখে ভাব নিবে "আমি বাংলা কে ভালবাসি" অথচ মনে মনে বলবে, "আহ বড় কষ্ট হচ্ছে, কারন উর্দু তে কথা বলতে পারছি না"। এদের নিয়ে এখন আর বেশি কিছু বলার নাই। কারন একটি শব্দই বর্তমানে তাদের পরিচয় দিতে যথেষ্ট। হুম, ঠিক ধরেছেন, তারা "ছাগু"।

 
==================================
 
খালি জোরে জোরে চিল্লাইলেই হয় না
টেকনিক'ও লাগে

 
==================================
 
কিছু কিছু লোক আছে
যারা-
সব সময় বেস্ততার ভাব করে
অতিরিক্ত চাপে আছে বলে অন্যকে বুঝায়
সহজ কাজকে কঠিন ভাবে করে।

এইসবই আকাজ, অথচ তারা
এইসব ভাব ধরেই বা আকাজ এর দোকানদারী করেই
ভাল পুরস্কার চায়

চায় , চাইতেই পারে
কিন্তু কেউ কেউ ওসব আকাজে গলে গিয়ে
তাদের পুরস্কার দিতেও পছন্দ করে

এবং তাদের ভাব ধরা আকাজের দোকানদারী কে
স্বীকৃতি দেয়।

 
==================================
 
সব মানুষের জীবনে জোয়ার আসে
তবে তা চিরস্থায়ি হয় না
জোয়ার শেষে ঠিকই আসে ভাটা
যারা সেই ভাটা মেনে নিতে পারে- তারা বুদ্ধিমান
কিন্তু যারা পারে না- তারা বেকুব

 
==================================
 
যখন তুমি
উচ্ছল, সদা- হাস্যময় , উৎসাহী , কৌতূহলী, দুর্বার, গতিময়,আকুতভয়, প্রতিবাদি-
তখন সবাই বলবে- তুমি Immature
r যখন তুমি নিরানন্দ, গোমড়া- মুখু, ধির, শঙ্কিত, লিয়াজু প্রিয়
তখন সবাই বলবে- তুমি Mature

 
==================================
 
যে বিদ্যা মানুষ -কে বিনয়ি করে না, তা প্রকৃত বিদ্যা শিক্ষা নয়।
 
==================================
 
"পরচর্চা" ত্যাগ করা
"ধূমপান " ত্যাগ করার চেয়ে কঠিন...।

 
==================================
 
আনুমানিক ৫০ বছর পর শুরু হবে এই পৃথিবীর দ্বি -তলি করনের কাজ। এটি হবে সময় এর দাবি। এই পৃথিবীর বিদ্যমান ভু -পৃষ্ট এর উপর তৈরি হবে নতুন আর একটি ক্রিতিম ভু -পৃষ্ট। এটি তৈরি হবে অত্যাধুনিক বিজ্ঞান সম্মত উপায়ে। বর্তমান ভু -পৃষ্ট এর সব সুবিধা থাকবে সেখানে। আর থাকবে কিছু অত্যাধুনিক ভার্চুয়াল উইন্ডো, যার দ্বারা বর্তমান ভু -পৃষ্ট এর পরিবেশ -গত দিক সুরক্ষিত থাকবে। আলো আসবে তবে সূর্য তেমন দেখা যাবে না, অবশ্য বৃষ্টি বিলাসি রা বঞ্চিত হবেন না কারন আরতিফিচিয়াল বৃষ্টি -র বাবস্থা করা হবে, বাতাস বইবে তবে সীমিত। সিমানা নিরধারন করা হবে বর্তমান ভু -পৃষ্ট অনুসারে। নতুন ভু -পৃষ্ট কে এমন ভাবে সাজানু হবে যে কেউ বুঝতেই পারবে না যে এটি মানুষ নিরমিত। সমাজের তুলনামুলক বিত্তশালি রা সেখানে অবস্থান করবে। ও হ্যাঁ , এইটি নিরমিত হবে বর্তমান ভু -পৃষ্ট এর আনুমানিক ২৫০ ফিট উপর। যোগা - যোগ বাবস্থা থাকবে সাবলিল।
 
===================================
 
What is the worst addiction in human life? it's LOVE......
 
===================================
 
মানুষ কষ্ট পেলে নষ্ট হয়। 
 
==================================
 
আমি তাদের ঘৃণা করি, যারা কম কাজ করে কিন্তু বেশি কাজ করার ভান করে। 
 
==================================
 
Be happy, make happy. I'm happy and like to get everyone happy. 
 
===================================
 
sound sleep is the secret to get a fresh opening of the day.
 
==================================
 
Time is passing fast. Life is short. Like to enjoy it. Would you also......?
 
===================================
 
PICNIC is good for mind and health.
 
==================================
 
HARTAL is the prime curse of democracy.
 
==================================
 
Nothing can be happened in the world except the will of almighty GOD.
 
===================================
 
Life is a moving ship and it's ultimate destination is nothing.
 
===================================

Post Comment

No comments:

Post a Comment