Thursday, May 9, 2013

কম্পিউটার দ্রুত করার কিছু টিপস



 কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুনএতে রেম এর কার্যক্ষমতা বাড়ে

Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুনতারপর Processes-এ ক্লিক করুনঅনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেনএর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেনযদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন

কম্পিউটারের রেম কম থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার গতি কিছুটা বাড়ানো যায়ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties-এ যানএখন Advance-এ ক্লিক করে performance এর settings-এ ক্লিক করুনআবার Advance- ক্লিক করুনএখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুনতবে Initial size-এ আপনার কম্পিউটারের র‌্যা মের size-এর দ্বিগুন এবং Maximum size-এ র‌্যা মের size-এর চারগুন দিলে ভাল হয়

Post Comment

No comments:

Post a Comment