Thursday, April 30, 2020

এলোমেলো_ভাবনা


সাগর ও পাহাড় প্রকৃতির দুই অপরূপ সৃষ্টি। দুটিই মানুষকে অনেক গভীরভাবে আকৃষ্ট করে। হয়তো এই সাগর- পাহাড় আছে বলেই মানুষ আজো যন্ত্র হতে হতে মানুষ রয়ে গেছে। সাগর ও পাহাড় মানুষের মাঝে কবিত্ব জাগিয়ে তোলে। তাদের নিয়ে লেখা হয়েছে অজস্র গান ও কবিতা।

জীবনে পুকুরে না নামা ছেলে বা মেয়েটিও সাগরের শুভ্র ফেনীল জলরাশির আকর্ষণ অস্বীকার করতে পারে না। আবার সবচেয়ে চঞ্চল মানুষটিও সাগরের পাড়ে বসে অসীম জলরাশির হিসেব মিলাতে মিলাতে কাটিয়ে দিতে পারে ঘন্টার পর ঘন্টা।

তেমনি পাহাড় মানুষের মুক্ত চিন্তাকে জাগিয়ে তোলে, করে সৃজনশীল। পাহাড়ের বৃক্ষ সুশোভিত আলো-ছায়াময় সর্পিল পথে হেঁটে কেউ কি কখনো ক্লান্ত হয়? পাহাড়ি ঝর্ণার ছন্দময় গান হাজার একঘেঁয়েমি দূর করে মানুষকে করে তোলে তৃণসজীব।

কি জানি! সমতলের বুকে নিরন্তর বসবাসে কারণেই হয়তো আমরা সমতলবিমুখ!

Post Comment

No comments:

Post a Comment