Thursday, April 30, 2020

প্রিন্স মাহমুদ - আধুনিক বাংলা গানের মুকুটহীন সম্রাট


সাধারণত আমাদের প্রিয় গানের শিল্পীদের নাম আমরা মনে রাখি। ভুলে যাই গানের স্রস্টা গীতিকার ও সুরকারদের নাম। বাংলা গানের ভান্ডার বরাবরই সমৃদ্ধ ও রুচিশীলতার বাহক। বাংলা আধুনিক গানের ভান্ডারকে সমৃদ্ধ করতে যাদের অবদান অনস্বীকার্য তাদেরই একজন প্রিন্স মাহমুদ। অসংখ্য মানসম্মত ও জনপ্রিয় গানের স্রস্টা প্রিন্স মাহমুদের জন্ম খুলনায়। গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে তিনি একজন জীবন্ত কিংবদন্তি।  শৈশব থেকেই সঙ্গীতে অনুরক্ত ছিলেন প্রিন্স। স্কুলে পড়ার সময় থেকেই তিনি ব্যান্ডে জড়িয়ে পড়েন। নিভৃতচারী ও প্রচারবিমুখ এই লিজেন্ড সম্পর্কে খুব বেশিকিছু জানা দুস্কর। কখনোই তিনি নিজেকে জনসম্মুখে জাহির করেননি কিন্তু একের পর এক জন্ম দিয়েছেন বিখ্যাত সব গানের। তাঁর লেখা ও সুর করা গান গেয়েই আজ অনেক শিল্পী শ্রোতা নন্দিত। এখনো সঙ্গীতই তাঁর একমাত্র নেশা। প্রিন্স মাহমুদের কীর্তি সংরক্ষণে কে কি উদ্যোগ নিবে জানি না, তবে তিনি তাঁর সৃষ্টি দিয়েই সাধারণ মানুষের মনে বেঁচে রইবেন লক্ষ বছর। এমন আরেকজন প্রিন্স মাহমুদ বাংলার বুকে আর জন্মাবে বলে মনে হয় না। আচরণে, গুনে, মেধায় তিনি অনন্য।

প্রিন্স মাহমুদের লেখা বিখ্যাত কিছু গানঃ
> মা (জেমস)
> বাবা (জেমস)
> বাংলাদেশ- আমার সোনার বাংলা (জেমস)
> গুরু ঘর বানাইলা কি দিয়া (জেমস)
> তুমি জানলে না (জেমস)
> হতেও পারে এই দেখা শেষ দেখা (জেমস)
> আমি বারোমাস তোমায় ভালোবাসি (আইয়ুব বাচ্চু)
> ও দুনিয়ার মানুষ (আইয়ুব বাচ্চু)
> তিন পুরুষ (আইয়ুব বাচ্চু)
> বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায় (আইয়ুব বাচ্চু)
> পালাতে চাই (আইয়ুব বাচ্চু)
> কোন কারণেই ফেরানো গেল না তাকে (খালিদ)
> যদি হিমালয় হয়ে দুঃখ আসে (খালিদ)
> নীরা ক্ষমা কর (খালিদ)
> আবার দেখা হবে, এখনি শেষ দেখা নয় (খালিদ)
> তোমায় দিলাম ভূবন ডাঙার হাসি (তপু, ন্যান্সি)
> সমাধী (জেমস)
> আঙুল (তাহসান)
> ছায়ামেঘ (বাপ্পা ও কনা)
> মন (পিয়াস)
> দেবদাস (জেমস)
> বিদ্রোহী (জেমস)
> হারালো এই মন (নিজে গেয়েছেন)
> বনের পাখী যদি হতাম (আসিফ)
> ছিপ নৌকো (কনা, তাহসান)
> বুঝি বুঝি সবই বুঝি, বোঝে না হৃদয় (রুমি)
> কবি, পাঞ্জাবিটা কুঁচকে কেন রাখ (এলিটা)
---- সহ আরো আজস্র গানের কথা লিখেছেন প্রিন্স।

প্রিন্স মাহমুদের সুর ও সঙ্গীতায়োজনে প্রকাশিত এ্যালবামসমূহ (এই এ্যালবামগুলোর বেশিরভাগ গানের কথাও লিখেছেন তিনিই)-
> সে কেমন মেয়ে - ফ্রম ওয়েস্ট
> রকস্টারস
> শক্তি
> ওরা এগার জন
> ক্ষমা
> ঘৃণা
> ব্যবধান
> দূর থেকে ভালবেসে যাব
> শেষ দেখা
> এখনও দু’চোখে বন্যা
> দাগ থেকে যায়
> স্রোত
> দেয়াল দুই হৃদয়ের মাঝে
> প্রিয় বন্ধুকে – ভেলেন্টাইন স্পেশাল
> হারজিৎ
> পিয়ানো
> চিঠির উত্তর দিও
> তাল – হাসান
> মেহেদী রাঙ্গা হাত
> ছুটি – আইয়ুব বাচ্চু, হাসান, জেমস
> হীরা চুনি পান্না – আসিফ আকবর, সুমন, আতাহার টিটু
> এক মুঠো জোছনা – কুমার বিশ্বজিৎ
> কিশোর কিশোরী – বাপ্পা মজুমদার, কানিজ সুবর্না
> দুই দিনের মেলা - এন্ড্রু কিশোর
> ১২ মাস – এবি, হাসান, জেমস, মাকসুদ
> এক টুকরো চাঁদ – খালিদ
> গায়েঁন – অ্যান্ড্রু কিশোর
> ও পুতুল আমার পুতুল – আরিফ
> দহন শুধু তোমার জন্য – এবি, হাসান, জেমস, বিল্পব
> সারেগামা – হাসান, জেমস
> পদ্ম পাতার জল – অ্যান্ড্রু কিশোর, আতিক হাসান
> দেশে ভালবাসা নাই – এবি, জেমস
> যন্ত্রনা – এবি, জেমস
> হ্যালো কষ্ট – হাসান
> প্রতারণা – এবি, জেমস
> মাটি – এবি, জেমস
> দেনা পাওনা – এবি, জেমস, হাসান
> বাজনা – এবি, জেমস, বিল্পব
> ভালবাসা মানে দুঃখ – হাসান
> আড্ডা – মেহরাব, রুমী
> দেবী
> বন্দনা – মাহাদী
> হাটি – কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী
> ঘুমাও – খালিদ
> বোকা – ক্লোজাআপ ওয়ান তারাকাদের নিয়ে
> প্রিন্স মাহমুদের গান – প্রিন্স মাহমুদ, পলাশ, মেহরাব, ফাহমিদা নবী
> নির্বাচিতা
> জয় পরাজয় – তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, খালিদ হাসান মিলু, আগুন
> নিমন্ত্রণ

প্রিন্স মাহমুদ আমাদের দেশের সম্পদ, বাংলা গানের সম্পদ ও ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা। তাঁর জন্ম না হলে হয়তো বাংলা গানের একটা অধ্যায় লেখা হতো না। অনেক অনেক শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতা Prince Mahmud এর প্রতি।

Post Comment

No comments:

Post a Comment