Wednesday, April 21, 2021

অভিজ্ঞতা

 ধরুন, বাড়িতে কাঁচা আমের টক রান্না করা হয়েছে। আপনি আপনার ৪/৫ বছর বয়সী ছেলেকে নিয়ে টক খেতে বসেছেন। আপনাকে টক পরিবেশন করা হলো একটি বাটিতে করে; আপনার ছেলেকেও একটি বাটিতে করেই পরিবেশন করা হলো কিন্তু তার বাটির নিচে একটা প্লেটও দেওয়া হলো।


কারণটা সিম্পল। আপনি চামুচ দিয়ে সহজেই বাটি থেকে আমের টক খেতে পারবেন কিন্তু আপনার বাচ্চা খেতে গিয়ে এদিক-ওদিক ফেলতে পারে; এমনকি বাটিটা উল্টেও দিতে পারে। তাই তার বাটির নিচের প্লেটটি এক্সট্রা প্রোটেকশন। কিন্তু যে কাজ আপনি সহজেই করতে পারবেন, তাতে আপনার ছেলের এক্সট্রা প্রোটেকশন লাগছে কেন? উত্তরটা হলো 'অভিজ্ঞতা'।


আপনি আপনার জীবনে চামুচ দিয়ে অনেক আমের টক খেয়েছেন, প্রথম প্রথম আপনিও নিখুঁতভাবে খেতে পারতেন না কিন্তু খেতে খেতে আপনি বুঝতে পেরেছেন বা আপনার বোধোদয় ঘটেছে কিভাবে কোনরকম এক্সট্রা প্রোটেকশন ছাড়া নিখুঁতভাবে কাঁচা আমের টক খাওয়া যায়। কিন্তু এমন হলো, আপনি এখনও আমের টক খাওয়ার সময় কাপড়চোপড়ে ফেলে দেন বা মাঝেমধ্যে বাটিও উলটে দেন। যদি হঠাৎ দু'একবার এমন হয়, ধরে নেয়া যাবে অসচেতনভাবে আপনি ভুল করে ফেলেছেন। কিন্তু যদি হরহামেশাই আপনি এমন কান্ড ঘটান, তাহলে ধরে নিতে হবে আপনার বয়স হয়েছে ঠিকই কিন্তু আপনি শিক্ষা অর্জন করতে পারেননি অর্থাৎ আপনার অভিজ্ঞতার ভান্ডারকে আপনি সমৃদ্ধ করতে পারেননি। অভিজ্ঞতাহীন জীবন ব্যর্থতার চূড়ান্ত রূপ।


এখানে 'চামুচ দিয়ে কাঁচা আম খাওয়া' রূপক অর্থ বহন করছে। মূল বিষয় হলো আমরা যদি সময় থেকে শিক্ষা গ্রহণ না করি, অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ না করি এবং সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারি; যথেষ্ট বয়স বাড়ার পরও আমাদের সাথে অবলা বাচ্চাদের কোন পার্থক্য থাকবে না।

Post Comment

No comments:

Post a Comment