আমাদের ডেক্সটপ এ My Computer, Recycle Bin সহ বিভিন্ন প্রোগ্রাম এর Shortcut আমরা রাখি। যদি এমন হয় যে এসব সকল প্রোগ্রাম এর Icon আমাদের ডেক্সটপ এ থাকবে কিন্তু এদের নিচে কোন নাম থাকবে না, তাহলে কেমন হবে? হ্যাঁ, সম্ভব।
Start Menu তে গিয়ে Character Map লিখে এন্টার চাপুন। Character Map উইন্ডো ওপেন হবে। এখন দৃশ্যমান Symbol গুলু থেকে K এর ঠিক নিচের ফাঁকা ঘরে ক্লিক করে Select এ ক্লিক করে Copy তে ক্লিক করুন। এবার Character Map উইন্ডো মিনিমাইজ করে রাখুন। এখন আপনার ডেক্সটপ এর যে Icon টি নাম বিহীন করতে চান, সেই Icon এর উপর মাউস এর Right Button ক্লিক করে Rename এ ক্লিক করে "Ctrl+V" (Paste করা) চেপে এন্টার চাপুন। Administrative Permission চাইলে Continue করে দিন (সাধারনত চাইবে না)। ২/১ বার refresh করুন। ব্যাস, কাজ শেষ। দেখুন, আপনার ডেক্সটপ এর ওই Icon টি নাম বিহীন হয়ে গেছে।
পূর্বের অবস্থায় ফিরে আসতে চাইলে একইভাবে Rename এ ক্লিক করে পছন্দের নামটি লিখে এন্টার চাপুন(যেমন - My Computer) ।
এই পদ্ধতিতে আপনি আপনার কম্পিউটার এর যে কোন প্রোগ্রাম, শর্টকাট, ফোল্ডার কে নাম বিহীন করে দিতে পারেন।
No comments:
Post a Comment