Tuesday, May 14, 2013

উইন্ডোজ ৭ এ Welcome Text যুক্ত করা





উইন্ডোজ স্টার্ট হবার সময় আপনার নিজের দেয়া কোন Text যদি Welcome Text হিসেবে দেখায় তাহলে নিশ্চয় ভালো হবে।

Start এ ক্লিক করে Run এ গিয়ে Regedit লিখে এন্টার চাপুন। "Registry Editor" নামে একটি উইন্ডো খুলবে।

এবার বাম পাশ থেকে HKEY_LOCAL_MACHINE এ ডাবল ক্লিক, এরপর SOFTWARE এ ডাবল ক্লিক, এরপর Microsoft এ ডাবল ক্লিক, এরপর Windows NT এ ডাবল ক্লিক, এরপর Current Version এ ডাবল ক্লিক, এরপর Winlogon এ ডাবল ক্লিক করুন। 

এবার ডান পাশ থেকে LegalNoticeCaption এ ডাবল ক্লিক করুন। "Edit String" নামে একটি বক্স খুলবে। ওই বক্স এর Value Data ঘরে আপনার Welcome Text এর শিরনাম কি হবে তা লিখে দিন (যেমন - My Home)। Ok ক্লিক করুন। এবার LegalNoticeText এ ডাবল ক্লিক করুন। আবার "Edit String" নামে একটি বক্স খুলবে। ওই বক্স এর Value Data ঘরে আপনার Welcome Text কি হবে তা লিখে দিন (যেমন - Welcome to My Sweet Home)। Ok ক্লিক করুন। এবার কম্পিউটার রি-স্টার্ট করুন। দেখবেন উইন্ডোজ স্টার্ট হবার সময় আপনার নিজের দেয়া Text টি শিরনামসহ Welcome Text হিসেবে দেখা যাচ্ছে। Ok ক্লিক করে প্রবেশ করুন।

একই পদ্ধতিতে আপনি চাইলে শিরনামসহ Welcome Text এডিট করতে পারবেন।

এবং একই পদ্ধতিতে LegalNoticeCaption ও LegalNoticeText এ গিয়ে Value Data থেকে আপনার লিখিত Text ডিলিট করে শিরনামসহ Welcome Text রিমুভও করে দিতে পারবেন। 

Post Comment

No comments:

Post a Comment