Saturday, May 11, 2013

Skype দিয়ে Desktop Sharing

ভিডিও কল এর কথা চিন্তা করলেই প্রথমে যে নাম টি আমাদের মনে পড়ে, তা হচ্ছে Skype । ভিডিও কল, কনফারেন্স এর জন্য এর কোন জুড়ি নেই। এক কথায় Skype র প্রতিদ্বন্দ্বী একমাত্র Skype। আজ আপনাদের জানাব, Skype র আর একটি সুবিধার কথা।

আপনি চাইলে Skype দিয়ে আপনার Desktop Screen যে কারো সাথে Share করতে পারবেন। যেমন - আপনি যে কোন একটি বিষয় নিয়ে ঝামেলায় পড়েছেন, আপনার একজন বন্ধু এই বিষয়ে পারদর্শী, তখন Skype দিয়ে Desktop Sharing এর মাধ্যমে আপনার বন্ধুর সাথে আপনি বিষয়টি Share করে একটা সমাধানে পৌঁছাতে পারবেন অতি সহজে। আপনার Desktop এ যখন যা খোলা থাকবে, তাই Share হবে।

যেভাবে Skype দিয়ে Desktop Sharing করবেন-

প্রথমে Online এ থাকা Contact এর উপর right button ক্লিক করে Share Screens এ ক্লিক করুন। এর পর একটি বক্স আসবে, ওই বক্স এর Call এ ক্লিক করুন। কল টি রিসিভ হলে Start Sharing your Screen............... নামে আর একটা বক্স আসবে, ওই বক্স হতে Start এ ক্লিক করুন। ব্যাস, হয়ে গেল, এখন যাকে আপনি কল করেছেন, সে আপনাকে না দেখে আপনার Desktop Screen দেখছেন।

Post Comment

No comments:

Post a Comment