Sunday, May 12, 2013

উইন্ডোজ ৭ এর কয়েকটি অতি-প্রয়োজনীয় শর্টকাট

ছবিতে লাল তীর দিয়ে "উইন্ডোজ কী" দেখানো হয়েছে।

উইন্ডোজ ৭ এর বেশ কিছু শর্টকাট আছে, যা দিয়ে আমরা সহজে প্রয়োজনীয় কাজ সারতে পারি। যেমন -

১। Windows Key + E : My Computer ওপেন হবে

২। Windows Key + R : Run Command ওপেন হবে

৩। Windows Key + F : Search অপশন ওপেন হবে

৪। Windows Key + L : Computer লক হবে 

৫। Windows Key + P : Projector ওপেন হবে

৬। Windows Key + M : চলতি সকল উইন্ডোজ/প্রোগ্রাম মিনিমাইজ হবে



Post Comment

No comments:

Post a Comment