Wednesday, September 18, 2013

নিয়ম ভাঙ্গা

নিয়ম ভাঙ্গা নিয়ে দুটি কথা বলব। আসলে নিয়ম ভাঙ্গা নিয়ে বিশদভাবে বলার সাহস বা সাধ্য কোনটাই আমার নেই। 

প্রথমে একটি কথা বলে রাখা ভাল, ভুল করা আর নিয়ম ভাঙ্গা এক নয়। ভুল স্বাভাবিকভাবেই মানুষ করে আর নিয়ম মানুষ নিজের ইচ্ছায় ভাঙ্গে।

এক ধরনের লোক আছে, যাদের কামলা শ্রেণীর লোক বলা যায়, যাদের কাজ হচ্ছে শুধু বাস্তবায়ন করা, কোন সিদ্ধান্ত নেয়ার অধিকার তাদের থাকে না। এই কামলা শ্রেণীর লোকরা প্রায় সময় নিয়ম ভাঙ্গেন। তবে তারা কখনো নিজের ইচ্ছায় আবার কখনো অন্যর ইচ্ছায় নিয়ম ভাঙ্গেন।

আরেক ধরনের লোক আছে, যাদের বলা যায় সেমি-কামলা শ্রেণীর লোক, যারা মূলত বাস্তবায়নের দায়িত্বে থাকেন তবে মাঝে মাঝে তেলের জোরে বা গলার জোরে সিদ্ধান্ত গ্রহনে কিছু ভূমিকা রাখেন। এই সেমি-কামলা শ্রেণীর লোকরাও নিয়ম ভাঙ্গেন। এরা সাধারনত নিয়ম ভাঙ্গেন ঊর্ধ্বতনের পা চাটার কাজে নিজেকে যোগ্য প্রমান করার জন্য অথবা কামলা শ্রেণীর কাছে নিজের অসীম-ক্ষমতার(!!!) প্রমান দেবার জন্য।

আর বাকি থাকলেন ঊর্ধ্বতনরা, যারা সিদ্ধান্ত গ্রহন করেন। মজার বিষয় হচ্ছে তারাও নিয়ম ভাঙ্গেন। ঊর্ধ্বতনরা মূলত নিয়ম ভাঙ্গেন কামলা বা সেমি-কামলা কারো দ্বারা প্রভাবিত হয়ে অথবা অতিমাত্রার তেলের চাহিদার যোগান পেতে।

সবশেষে বলা যায়, নিয়ম ভাঙ্গাটাই আজ নিয়মে পরিনত হয়েছে। অতএব, নিয়ম ভাঙ্গা চলছে এবং আশা করা যায়, নিয়ম ভাঙ্গা চলবে।


-------------------------------------------------------------------------

 এ ধরনের আরও লেখা পড়তে নিচের লিংক এ ক্লিক করুন -

এখানে ক্লিক করুন   

Post Comment

No comments:

Post a Comment