শক্তি ও বিশ্বাস এর মধ্যে চমৎকার একটা মিল আছে বলে আমার কাছে মনে হয়।
শক্তি সম্পর্কে আমরা জানি-
"শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল একরূপ থেকে অপর এক বা একাধিকরূপে পরিবর্তিত হতে পারে।"
আমার কাছে মনে হয় বিশ্বাসও ঠিক তাই। মানব জীবনে বিশ্বাস এর কোন সৃষ্টি বা বিনাশ নাই বলে আমার কাছে মনে হয়। শক্তি যেমন প্রাকৃতিক, মানব জীবনে বিশ্বাস টাও প্রাকৃতিকভাবে বিদ্যমান থাকে। তবে শক্তির মত বিশ্বাসও পরিবর্তিত হয়।
আমরা আমাদের চলার পথে সবসময় একই বেক্তি বা একই গোষ্ঠীকে বিশ্বাস করি না। একসময় এক বেক্তি বা গোষ্ঠীকে আবার নির্দিষ্ট সময় পর আরেক বেক্তি বা গোষ্ঠীকে বিশ্বাস করি। এভাবে আমাদের বিশ্বাসটা পরিবর্তিত হয়। কিন্তু আমার মনে হয় না, মানব জীবনে এমন কোন সময় থাকে যখন আমরা কাউকেই বিশ্বাস করি না।
----------------------------------------------------------------------------------
এ ধরনের আরও লেখা পড়তে নিচের লিংক এ ক্লিক করুন -
এখানে ক্লিক করুন
শক্তি সম্পর্কে আমরা জানি-
"শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল একরূপ থেকে অপর এক বা একাধিকরূপে পরিবর্তিত হতে পারে।"
আমার কাছে মনে হয় বিশ্বাসও ঠিক তাই। মানব জীবনে বিশ্বাস এর কোন সৃষ্টি বা বিনাশ নাই বলে আমার কাছে মনে হয়। শক্তি যেমন প্রাকৃতিক, মানব জীবনে বিশ্বাস টাও প্রাকৃতিকভাবে বিদ্যমান থাকে। তবে শক্তির মত বিশ্বাসও পরিবর্তিত হয়।
আমরা আমাদের চলার পথে সবসময় একই বেক্তি বা একই গোষ্ঠীকে বিশ্বাস করি না। একসময় এক বেক্তি বা গোষ্ঠীকে আবার নির্দিষ্ট সময় পর আরেক বেক্তি বা গোষ্ঠীকে বিশ্বাস করি। এভাবে আমাদের বিশ্বাসটা পরিবর্তিত হয়। কিন্তু আমার মনে হয় না, মানব জীবনে এমন কোন সময় থাকে যখন আমরা কাউকেই বিশ্বাস করি না।
----------------------------------------------------------------------------------
এ ধরনের আরও লেখা পড়তে নিচের লিংক এ ক্লিক করুন -
এখানে ক্লিক করুন
No comments:
Post a Comment