Saturday, June 29, 2013

একটি সম্পূর্ণ প্রেমের গল্প (শান্তনু ভৌমিক)

একটি সম্পূর্ণ প্রেমের গল্প

>>>>>>>>>>>>>শান্তনু ভৌমিক

শামীম ও নুপুরের পরিচয় সেই ছোটবেলা থেকেই।শামীমের বাবা ছিল সরকারী চাকুরে।সেই সুবাদে তারা থাকত সীতাকুণ্ডের জহুরুল চৌধুরী বাড়িতে।তখন শামীমের বয়স সাত কি আট।এর কয়েক মাস পরেই তাদের বাসার উপরে ভাড়াটিয়া হিসেবে নুপুরের পরিবার।তখন নুপুরের বয়স ছয়।নুপুর ছিল চঞ্চল টাইপের মেয়ে।ওইদিন শামীম তার দরজার সামনে দাঁড়িয়ে ভাবতেছিল কে এই মেয়ে এত দুষ্টমি করে।কয়েকদিন পর সে তার স্কুলে গিয়ে দেখে নুপুর ও তার ক্লাশে ভর্তি হয়েছে।তখন ও নুপুরের সাথে তার কোন কথা হয়নি।বাসায় এসে শামীম তার মাকে নুপুরের কথা বলে।কারণ নুপুর ক্লাশে সারাক্ষণ দুষ্টমি করত।এরপর তাদের মধ্যে আস্তে আস্তে কথা বলা শুরু হয়।একই সাথে স্কুলে যায় আর একসাথে বাড়ি ফিরে আসে।ক্লাশে সিক্সে উঠার পর তাদের স্কুলের পরিবর্তন হয়।শামীম ভর্তি হয় বয়েস স্কুলে আর নুপুর গার্লস স্কুলে।স্কুলের পরিবর্তন হলেও তাদের কথা বলার মধ্যে কোন পরিবর্তন ঘটে নি।কারণ তারা একই স্যারের কাছে প্রাইভেট পড়ত।ক্লাশে এইটে উঠার পর শামীম তার মধ্যে অনেক পরিবর্তন লক্ষণ করে।ইদানিং নুপুর ও তাকে বিনা কারণে এড়িয়ে চলার চেষ্টা করে।তার সাথে ঠিকভাবে কথা বলে না।শামীম অনেক চেষ্টা করেও ঠিক বুঝতে পারে না নুপুর ঠিক কি কারণে তাকে এড়িয়ে চলার চেষ্টা করছে।ক্লাশে টেনে উঠার পর তাদের মধ্যে আবার নিয়মিত কথা বলা শুরু হয় একই স্যারের কাছে প্রাইভেট পড়ার সুবাদে।
এরমধ্যে শামীম বুঝতে পারে সে আস্তে আস্তে নুপুরের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে।যেইদিন নুপুরের সাথে শামীমের কথা হত না সেইদিন তাঁর অনেক খারাপ লাগত।সময়টা ২০০২ সাল।তারা দুই জনই এসএসসি পরীক্ষার্থী।শামীম তার মনের কথা নুপুরকে বলার সিদ্ধান্ত নেয়।তাদের পরীক্ষার আর মাত্র একমাস বাকী তখন।একদিন প্রাইভেট শেষে নুপুরকে ডেকে বলল তোমার সাথে আমার একটা কথা আছে।স্যারের বাসার কাছেই একটা পার্কের মত ছিল।ওইখানে যাওয়ার পর শামীম নুপুরের কাছে হাঁটু গেড়ে বসে বলতে লাগল-
"আমি জানি না তুমি আমাকে গ্রহণ করবে কিনা,
কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখেছি সেইদিন ই বুঝেছি তোমাকে আমার চাই..."
নুপুর অবাক বিস্ময়ে শামীমের চোখের দিকে তাকিয়ে ভাবতেছিল এটা সত্যি না স্বপ্ন।সে শামীমকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল।নুপুর শামীমের হাত ধরে তাকে বলল এই হাত ছেড়ে কখনো চলে যাবে না ত।

এখন ২০১৩ সাল।শামীম একটা কোম্পানীতে চাকরী করে।ওদিকে নুপুরের বিয়ের তোড়জোড় চলছে।নুপুর শামীমকে সে কথা জানায়।শামীম তার পরিবারকে নুপুরের কথা জানায়।তারপর দুই পরিবার একসাথে বসে আলোচনা করার জন্য।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের প্রথমদিকে ই তাদের শুভ বিবাহ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।সবাই তাদের জন্য দোয়া করবেন।

(এটা আমার জীবনের প্রথম পূর্ণাঙ্গ কোন গল্প।জানিনা কেমন হয়েছে।
আর এই চৌধুরী বাড়িতে ই আমার জীবনের অর্ধেক টা সময়টা কেটেছে।কত মধুময় স্মৃতি এই বাড়িকে ঘিরে আমার।)


---------------------------------------------------------------------------------------------------------
লেখকের কোন অনুমতি ছাড়াই গল্পটি এই সাইট এ প্রকাশ করা হল। এ বিষয়ে লেখক কোনরূপ আপত্তি জানালে তা প্রকাশক করতিক গ্রহণযোগ্য হবে না। :P 

=চরিত্র - হনন=


সরকারী চাকুরীজীবী পাত্র


Post Comment

1 comment: