কিছু তথা-কথিত সভ্য মানুষের নির্লজ্জতা দেখে আমি হতবাক হয়ে যাই
চুরি করে হাতেনাতে ধরা খায়
দু'এক দিন একটু চুপচাপ থাকে
দু দিন পরেই আবার তাদের বড় গলা শুনা যায়
সকল ক্ষেত্রে নিজেদের গায়ের জোরে আবার দাপট দেখানো শুরু করে
এমনকি চুরি করতে গিয়ে যার কাছে হাতেনাতে ধরা পড়েছে
তার দিকেও এমনভাবে তাকায়, যেন কিছুই হয় নি।
সব দেখে মনে হয় চুরি করে হাতেনাতে ধরা পরার দু'দিন পরই সে তা ভুলে যায়
সে একবারও ভাবে না সে ভুলে গেলেও
অন্যরা এত তড়াতাড়ি তার চুরির কথা ভুলে যায় না।
কারন সে নির্লজ্জ।
তার মত সবাই নির্লজ্জ না।
No comments:
Post a Comment