Thursday, January 7, 2021

তরী

 জপিলাম মালা তাঁহারে স্মরিয়া 

গাঁথিলাম কাঁটা কন্ঠে

নয়ন বুজিয়া ভজিলাম নাম

তুলিলাম সুর ছন্দে।


আপন ভাবিয়া আপন হস্তে

লইলাম চরণ ধূলা

চন্দন আর পুষ্প ছিটাইয়া

সাজাইলাম প্রেমের ভেলা।


গম্ভীর মুখে পানসা চাহনি

বীণায় নাহি উঠে সুর

ভাবনার জগতে কিয়ৎ ভাবিয়া

দৃষ্টি ফেলিলেন বহু দূর।


ইহাতে সূচনা নব উল্লাস

রথযাত্রার তান

জমিয়া উঠিল মহা উৎসব

দাঁড় টানিয়া গাহিলাম গান।


তরী ভাসিল মাঝ দরিয়ায়

মাঝির জয়গান

এতোদিনের আরাধনা 

পাইলো পূর্ণ প্রাণ। 


ধূপ দীপ আর নৈবদ্য ঘ্রাণে 

মৌ মৌ করিছে তট

তাঁহার ভজনে দুই হাত তুলিয়া

মানিয়া নিয়াছি বট।


তাঁহার কথা লোকমুখে যবে 

ছড়াইল সারা বেলা

বুঝিলেন তিনি পাইয়া গিয়াছেন

যশ-খ্যাতি-প্রেম মেলা।


নতুন ফুলের পূজা পাইতে

মন তাঁহার হইলো ব্যাকুল

একূল ছাড়িয়া ডিঙা ভাসাইয়া

চলিলেন অন্য কূল।


চোখের জলেতে হৃদয়ের টানে

নাহি দিলেন তিনি সাড়া

অন্য মুখের জপ নাম শুনিতে

হইলো ভীষণ তাড়া।


নব তরীতে নব সুর মাখিয়া

ধরিবেন নতুন গান

তুষ্ট হইলে সে তরী ছাড়ি

আবার তুলিবেন পাল।


নব নব পুষ্প ধূপ দীপ পাইয়া

রহিবেন তিনি সুখে

তাহার প্রেমে ভাসিলো যারা

ভাসিলো কুলহীন দুখে।


এই করিয়া তাঁহারা আজীবন 

বিজয়ের গান গায়

অন্যের মুখের ভজন হইয়া

অন্যরে ছাড়িয়া যায়।।


তরী

প্রবাল ভৌমিক

Post Comment

No comments:

Post a Comment