Monday, May 13, 2013

ইচ্ছেমত বন্ধ করে দিন অথবা খুলে দিন আপনার পি সি 'র USB Port

(উইন্ডোজ ৭ এ পরীক্ষিত)

আপনার কম্পিউটার এর USB Port যদি কারনে - অকারনে ইচ্ছেমত বন্ধ করে দেয়া যায় অথবা আবার খুলে দেয়া যায় তাহলে নিশ্চয় ভালো হবে। তাই না? 






USB Port বন্ধ করে দেয়া -
প্রথমে My Computer এ Right Button ক্লিক করে Manage এ ক্লিক করতে হবে। "Computer Management" নামে একটি উইন্ডো খুলবে। বাম পাশ থেকে Device Manager এ ক্লিক করতে হবে। এবার ডান পাশ থেকে Universal Serial Bus Controllers এ ডাবল ক্লিক করলে নিচেই ০৯ টি নতুন অপশন খুলবে। ওই অপশন গুলোর একদম নিচের USB Root Hub এ Right Button ক্লিক করে Disable এ ক্লিক করুন (রি স্টার্ট চাইলে দিয়ে দিন)। ব্যাস, বন্ধ হয়ে গেল আপনার সকল USB Port   । অর্থাৎ এখন আপনার পি সি তে কোন USB Port কাজ করবে না (যেমন - পেন ড্রাইভ, মডেম ইত্যাদি)।

USB Port খুলে দেয়া -
সব কিছু আগের মত করে শুধু মাত্র একদম নিচের USB Root Hub এ Right Button ক্লিক করে Enable এ ক্লিক করুন। ব্যাস, আবার চালু হয়ে যাবে আপনার পি সি 'র USB Port গুলো। 

Post Comment

No comments:

Post a Comment