Thursday, July 4, 2013

ভুল করে দরকারি Tab বন্ধ করে ফেলেছেন। পুনরায় Open করুন মাত্র এক চাপে।



পি সি তে নেট ব্যাবহার করার সময় আমরা একাধিক Tab এ কাজ করি। মনে করেন আপনার প্রথম Tab এ Facebook খুলে রেখেছেন, ২য় Tab এ গুগল খুলে রেখেছেন। আপনার মনে হল আপনার মেইল চেক শেষ তাই আপনি গুগল Tab তা Close করে দিলেন, Close করার পর খেয়াল হল, ওফস একটা important মেইল চেক করা হয়নি। এই অবস্থায় সহজে আপনি Close করা Tab টি পুনরায় খুলতে পারবেন।

যে কোন Close করা Tab পুনরায় খুলতে CTRL + Shift + T চাপুন (CTRL ও Shift ধরে রেখে T চাপুন)। এই পদ্ধতিতে আপনি একাধিক Close করা Tab ও পুনরায় খুলতে পারবেন। এই পদ্ধতি আপনি Google Chrome, Mozilla Firefox, Microsoft Internet Explorer ও Opera তে ব্যাবহার করতে পারবেন।

-------------------------------------------------------------------------------------------------------------

নিচের লেখাগুলোও আপনি পছন্দ করতে পারেন -

Mozilla Firefox এর ২৫ টি Shortcut

ইন্টারনেট এর সাংকেতিক বার্তার অর্থ

রঙ্গিন সাজে সাজিয়ে নিন আপনার Mozilla Firefox এর প্রতিটি Tab

আপনার Mozilla Firefox এর গতি বাড়িয়ে নিন



Post Comment

No comments:

Post a Comment