Saturday, December 14, 2013

Android apk >>>> Android ফোন ব্যাবহার করুন টর্চ লাইট হিসেবে

আপনি চাইলে আপনার Android ফোনটিকে ব্যাবহার করতে পারেন Torch Light হিসেবে। প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে Flashlight apk (1.26 MB) টি ডাউনলোড করে নিন। এরপর যথানিয়মে ইন্সটল করুন। আপনার ফোনের মেনুতে Flashlight নামের নতুন একটি অ্যাপ্লিকেশান যোগ হবে। নিচের ছবির মত -


ওই Flashlight অ্যাপ্লিকেশান এ টাচ করে ওপেন করলে নিচের ছবির মত আসবে -





উপরের ছবির ১ এ দেখানো power বাটন এ টাচ করলেই দেখবেন আপনার ফোন এর পিছনের ক্যামেরার Flashlight এ টর্চ লাইট জ্বলছে। 
আর যদি আপনার ফোন এর পিছনে Flashlight না থাকে তাহলে আপনি ফোন এর মনিটর কে টর্চ লাইট হিসেবে ব্যাবহার করতে পারবেন। এজন্য উপরের ছবির ২ এ টাচ করুন। নিচের ছবির মত আসবে -




উপরের ছবির ২ এ টাচ করে মধ্যের power বাটন টাচ করুন। দেখবেন আপনার ফোনের মনিটর এখন torch light এর কাজ করছে। অন্য option গুলোও মজার। নিজে নিজে try করুন। :P :) 

ডাউনলোড লিংক - https://www.dropbox.com/s/bfi0mne313y93rr/Flashlight_4.9.1_pRABAL.apk

 

Post Comment

No comments:

Post a Comment