Wednesday, November 27, 2013

কোন সফটওয়্যার ছাড়াই Android ফোনে Screen Shot নেয়ার উপায়


কোন সফটওয়্যার বা App ছাড়াই Android ফোনে Screen Shot নেয়া যায়। বিষয়টি খুব সহজ। 

Screen Shot নেয়ার জন্য স্ক্রিন লক বাটন (সাধারনত ফোনের ডান পাশে বা উপরে থাকে) এবং স্ক্রিন ভলিউম ডাউন বাটন (ফোনের বাম পাশে) একসাথে চাপ দিয়ে ধরে রাখতে হবে এবং একটু পরে ছেড়ে দিতে হবে। ব্যাস কাজ শেষ। আপনি বুঝতে পারবেন, Screen Shot হয়ে গেছে। এখন Gallery তে গিয়ে চেক করুন।


Post Comment

No comments:

Post a Comment