Thursday, January 7, 2021

কেন বিনয়ী হবেন (না)

 কেন বিনয়ী হবেন (না)


বিনয় একটি মহান গুন। বলা হয়ে থাকে, বিদ্যা বিনয় দান করে। যারা বিনয়ী তারা জীবনে সফলতার চরম উৎকর্ষ লাভ করেন বলেও অনেকের ধারণা। অভিধানিকভাবে বিনয়ের অর্থ মিনতি, নম্রতা, শিক্ষা। সমাজ পরিবর্তনশীল। পরিবর্তিত সমাজের স্রোতধারায় অনেক ক্ষেত্রেই পরিবর্তন লক্ষিত হয়, অনেক তত্ত্বই ভুল প্রমাণিত হয়, অনেক অগ্রহণযোগ্য ব্যাপার গ্রহণযোগ্য হয়ে উঠে আবার কিছু কিছু ব্যাপার সগৌরবে নিজ স্থান দখল করে থাকে। সময় ও সমাজের পরিবর্তনের সাথে সাথে বিনয় নিয়েও নতুন করে ভাবার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কিনা জানি না। নিচে কেন আমরা বিনয়ী হবো (না), বর্তমান প্রেক্ষাপটে তা বিশ্লেষণ করার চেষ্টা করা হল।


বিনয়ী হলে আপনি ভদ্র হবেন। 

কিন্তু আপনার ভদ্রতার জন্য আপনি কোথাও মূল্যায়িত হবেন না। বরং আপনাকে দূর্বল ভাবা হবে। প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার পাশাপাশি কম গুরুত্বপূর্ণ মনে করা হবে।


বিনয়ী হলে আপনি সত্যবাদী ও ন্যায়পরায়ণ হবেন।

কিন্তু বর্তমান সমাজে এসব সদাচরণের কোন মূল্যায়ন নেই। বরং আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করা হবে। আপনাকে অকর্মণ্য ভাবার পাশাপাশি সমাজে অচল 'মাল' হিসেবে গণ্য করা হবে।


বিনয়ী হলে আপনি নিচু গলায় কথা বলবেন।

কিন্তু ব্যাপারটা অনেকেই ইতিবাচকভাবে নেবে না। বরং আপনাকে 'কম-জোর' মনে করা হবে। কাপুরুষ মনে করার পাশাপাশি আপনার কথা বলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হবে।


বিনয়ী হলে আপনি গুরুজনদের সামনে মাথা নিচু করে কথা বলবেন।

কিন্তু আপনার এ বিনয় সঠিক ব্যাখ্যা পাবে না। বরং আপনাকে ভীতু মনে করা হবে। দূর্বল চিত্তের অধিকারী ভাবার পাশাপাশি আপনাকে উচিত কথা বলতে না পারার লোক হিসেবে আখ্যা দেয়া হবে। 


বিনয়ী হলে আপনি অন্যের মতামতকে গুরুত্ব দিবেন। 

কিন্তু এতে আপনার মূল্যায়ন বাড়বে না। বরং আপনি বিতর্কিত হবেন। সিদ্ধান্ত নিতে অক্ষম এমন অভিযোগের পাশাপাশি আপনার উপর অযৌক্তিক মতামত চাপিয়ে দেওয়া হবে।


বিনয়ী হলে আপনি অন্যকে সম্মান করবেন। 

কিন্তু আপনি সম্মানিত হবেন না। বরং আপনাকে অসহায় ভাবা হবে। অতি ভক্তি প্রদর্শনের অভিযোগের পাশাপাশি কোন উদ্দেশ্য হাসিলের পাঁয়তারা করছেন ভেবে আপনার প্রতি সবাই বাঁকা চোখে তাকাবে।


বিনয়ী হলে আপনি নিরহংকারী হবেন।

কিন্তু আপনি এর প্রতিদান পাবেন না। বরং আপনাকে অযোগ্য মনে করা হবে। আপনার কোন গুন নেই, এমন ভাবার পাশাপাশি আপনাকে অজ্ঞানী ভাবা হবে।


বিনয়ী হলে আপনি কাউকে হেয় করবেন না।

কিন্তু এটা যে একটা বিনয় তা কেউ ভাববে না। বরং আপনাকে হেয় প্রতিপন্ন করা হবে। আপনাকে গুরুত্বহীন ভাবার পাশাপাশি উচিত কথা বলতে না পারার অভিযোগে অভিযুক্ত করা হবে। 


বিনয়ী হলে আপনি নিঃসংকোচে ভুল স্বীকার করবেন।

কিন্তু আপনি প্রশংসিত হবেন না। বরং আপনাকে দূর্বল চিত্তের অধিকারী ভাবা হবে। অকর্মণ্য ভাবার পাশাপাশি আপনাকে বর্তমান সমাজে অনুপযুক্ত ভাবা হবে। 


বিনয়ী হলে আপনি মানুষের উপকার করতে চাইবেন ও কৃতজ্ঞ হবেন। 

কিন্তু প্রয়োজনে আপনি কাউকে পাশে পাবেন না। বরং আপনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হবেন। পেছনে আপনার বদনাম করার পাশাপাশি আপনাকে গালাগাল করতেও অনেকে দ্বিধা করবে না।


বিনয়ী হলে আপনি আইনকে শ্রদ্ধা করবেন।

কিন্তু আপনি মূল্যায়িত হবেন না। বরং আপনার প্রতি সবাই বিস্ময় ও বিরক্তি প্রকাশ করবে। যথাযথ বাঙালি হতে পারেননি, এমন অভিযোগের পাশাপাশি আপনাকে ন্যাকামো'র দায়ে দন্ড প্রদান করা হবে।


এখন সিদ্ধান্ত আপনার। আশাকরি আপনি বিনয়ী হবেন (না)।

Post Comment

No comments:

Post a Comment