Tuesday, June 25, 2013

আপনার পি সি থেকে Free SMS করুন যে কোন মোবাইল এ

বাংলাদেশে এখনো মোবাইল থেকে ১টি SMS করতে প্রায় ২ টাকা খরচ হয়। তারপরও করতে হয় কারন SMS অতি প্রয়োজনীয় একটি বিষয়। আজ থেকে SMS করতে আপনার আর টাকা লাগবে না। Free SMS করতে পারবেন যে কোন Mobile এ।

যা লাগবে -
পি সি (নেট কানেকশন সহ)

কিভাবে করবেন -
নিচের লিংক এ ক্লিক করুন
>>>>>>>>>>>>>>http://www.afreesms.com/freesms/

উপরের লিংক এ ক্লিক করার পর Send Free SMS Worldwide নামে একটি সাইট খুলবে।(তাদের একটি ফেসবুক লাইক অপশন আসতে পারে, ওই অপশন বক্স এর ডান পাশের উপরের close এ ক্লিক করলে ওটা চলে যাবে) উক্ত সাইট থেকে Country এর ডান পাশের ড্রপ ডাউন বাটন এ ক্লিক করে যে দেশের মোবাইল নাম্বার এ Free SMS পাঠাতে চান, সে দেশ সিলেক্ট করুন। (যেমন- বাংলাদেশের যে কোন মোবাইল এ Free SMS পাঠাতে সিলেক্ট করুন Bangladesh.)

এবার তার নিচের Mobile Number এর ডান পাশের ঘরে আপনি যে মোবাইল নাম্বার এ Free SMS পাঠাতে চান সে নাম্বার টা লিখুন। এখানে উল্লেখ্য যে, যেহেতু আগেই আমরা Country হিসেবে Bangladesh সিলেক্ট করে দিয়েছি তাই Mobile Number এর পাশে Country Code (+880) অটো-মেটিক চলে আসবে। অন্য দেশ সিলেক্ট করলে সে দেশের কোড আসবে। যা হোক, মোবাইল নাম্বার লেখার সময় 0 বাদ দিয়ে লিখবেন। যেমন - আপনি যে নাম্বার এ Free SMS পাঠাবেন সে নাম্বার টি যদি হয় 01849403188 , আপনি Mobile Number এর ডান পাশের ঘরে লিখবেন 1849403188.

এবার তার নিচের Message এর ডান পাশের ঘরে আপনার SMS লিখুন। লক্ষ্য রাখবেন, SMS অবশ্যই ২০ অক্ষরের বেশি হতে হবে।

এবার তার নিচের Verification Code এর ডান পাশের ঘরে প্রদত্ত কোড টি লিখে Send বাটন এ ক্লিক করুন।

পুরো বিষয় টি নিচের ছবির মত হবে -

 
একটু অপেক্ষা করুন। SMS Send হয়ে গেলে নিচের ছবির মত একটি Confirmation পেজ খুলবে -
পাঠিয়ে দিলেন Free SMS. আবার পাঠাতে চাইলে ওই পেজ এর উপরের দিক থেকে Send Free SMS এ ক্লিক করুন।

লিংক টা Bookmark করে রেখে দিন আর Free SMS পাঠান যখন তখন। :)

এই সার্ভিস ব্যাবহার করে কাউকে ভয় ভীতি দেখাবেন না। কারন এই সাইট আপনার IP Address ট্র্যাক করে। ধরা পড়ে যাবেন।

আমি এখন পর্যন্ত এই সার্ভিস ব্যাবহার করে রবি, সিটিসেল ও বাংলালিংক এ Free SMS পাঠাতে সফল হয়েছি। গ্রামীণ এ সফল হই নি আর এয়ারটেল ও টেলিটক এ এখনো পরীক্ষা করি নি। 

Post Comment

No comments:

Post a Comment