+২৪৩ বা এ ধরণের কোড নম্বরের ফোন থেকে সাবধান!
সম্প্রতি +২৪৩ ডিজিট দিয়ে শুরু হওয়া নম্বরগুলোর মাধ্যমে প্রতারণার নতুন
ফাঁদ পাতা হচ্ছে। এ ফোনগুলো মূলত পে-ফোন টাইপের।
+২৪৩৮৯৬২৩৪০০৪ বা
+২৪৩৮১০৭৪৩০৪০ এ ধরণের নম্বর থেকে কলগুলো আসছে। +২৪৩৮৯৬২৩৪০০৫ নম্বর থেকে
শনিবার সকাল ৯টা ৩৬ মিনিটে ফোন রিসিভকারীর গ্রামীণ ফোনে ২৫ হাজার টাকা বিল
হয়েছে! এই ভূতুরে বিল দেখে ভদ্রলোক সেই নম্বরটি ব্যবহার করা বন্ধ করে দেন।
বিদেশি কিছু চক্র এই সব ফোনের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে মোবাইল ফোন
গ্রাহকদের টাকা। এ নম্বরগুলো থেকে ফোন আসার পর কলব্যাক করলেই ব্যালেন্স
কেটে নেওয়া শুরু হবে। আপনার মোবাইল ফোনের অ্যাকাউন্টের থাকা টাকা চলে যাবে
প্রতারক চক্রের কাছে।
গ্রামীণফোনেই নয়, অন্যান্য অপারেটারেও এ ধরনের ফোন আসছে।
শুধু এ রকম কোডই নয় কোড পরিবর্তন করেও এ ধরনের কল আসছে গ্রাহকদের ফোনে।
কঙ্গো, চেক প্রজাতন্ত্রসহ অনেক দেশে এ ধরণের ফোন স্ক্যামিং হচ্ছে।
এ ধরনের ফোন কল এখন বাংলাদেশেও নিয়মিত আসছে। বিভিন্ন ধরণের লোভনীয় অফার দিয়ে কলব্যাক করতে বলা হয়।
বেশির ভাগ মোবাইল ফোন ব্যবহারকারীদের অজানা থাকায় তারা ভুল করেই ফাঁদে পা দিয়ে হারাচ্ছেন মোবাইলের সব টাকা।
No comments:
Post a Comment