উইন্ডোজ ৭ এ পরীক্ষিত।
সাধারনভাবে পি সি তে Copy / Paste এবং Cut / Paste করতে হলে আমাদের উভয় folder খুলতে হয় অর্থাৎ এক folder থেকে copy বা cut করে আরেক folder খুলে সেখানে paste করতে হয়। এই সনাতন পদ্ধতিতে Pen drive ও Memory Card থেকে Copy / Paste এবং Cut / Paste করে পি সি তে ফাইল আনা আরও বিরক্তিকর। যদি এমন হয়, যে কোন file বা folder এর উপর Mouse এর right button ক্লিক করেই Copy / Paste এবং Cut / Paste করা যায় তাহলে নিশ্চয়ই ভাল হয়, তাই না? আজ দেখব কিভাবে Mouse এর right button ব্যাবহার করে যে কোন file বা folder কে Copy / Paste এবং Cut / Paste করা যায়।
প্রথমে Start Button এ ক্লিক করুন। নিচের ছবিতে Start Button দেখানো হল-
এখন search programs and files ঘরে run লিখে enter চাপুন। Run নামে একটা ছোট বক্স খুলবে। নিচের ছবির মত-
ওই বক্স এর Open এর ডান পাশের ঘরে regedit লিখে Ok ক্লিক করুন। Registry Editor নামের একটি উইন্ডো খুলবে। ওই উইন্ডোর বাম পাশ থেকে HKEY_CLASSES_ROOT এ ডাবল ক্লিক করুন। বিষয়টি নিচের ছবির মত হবে-
ডাবল ক্লিক করার পর HKEY_CLASSES_ROOT এর নিচে অনেক গুলো নতুন Folder আসবে। ওই folder গুলো থেকে AllFileSystemObject নামের folder টি খুঁজে নিয়ে ডাবল ক্লিক করুন। ঠিক নিচেই shellex নামের আরেকটি নতুন folder আসবে। এবার shellex এ ডাবল ক্লিক করুন, ঠিক নিচেই আরও দুটি নতুন folder আসবে। বিষয়টি নিচের ছবির মত হবে -
এখন shellex এর ঠিক নিচের ContextMenuHandlers এর উপর Mouse এর Right Button ক্লিক করে New তে গিয়ে Key তে ক্লিক করুন। নতুন একটি folder খুলবে, নাম দিয়ে দিন Copy to। একইভাবে আবার ContextMenuHandlers এর উপর Mouse এর Right Button ক্লিক করে New তে গিয়ে Key তে ক্লিক করুন। নতুন একটি folder খুলবে, নাম দিয়ে দিন Move to। বিষয়টি নিচের ছবির মত হবে-
এখন Copy to এর উপর ক্লিক (সিঙ্গেল) করে ডান পাশ থেকে (Default) এ ডাবল ক্লিক করুন। নিচের ছবির মত -
Edit String নামের একটি বক্স খুলবে। উক্ত বক্স এর Value data এর নিচের ঘরে {C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13} লিখে ok ক্লিক করুন। নিচের ছবির মত-
এরপর একইভাবে Move to এর উপর ক্লিক (সিঙ্গেল) করে ডান পাশ থেকে (Default) এ ডাবল ক্লিক করুন। Edit String নামের একটি বক্স খুলবে। উক্ত বক্স এর Value data এর নিচের ঘরে {C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13} লিখে ok ক্লিক করুন। কাজ শেষ। Close এ ক্লিক করে বেরিয়ে আসুন।
এখন যে কোন file বা folder এর উপর Mouse এর right button ক্লিক করলে Copy to Folder এবং Move to Folder নামের দুটি নতুন মেনু দেখবেন। Copy / Paste করতে Copy to Folder এ এবং Cut / Paste করতে Move to Folder এ ক্লিক করুন। Copy Items বা Move Items নামের একটি বক্স খুলবে। নিচের ছবির মত -
Copy / Cut করে যে folder এ নিতে চান, সে folder টা সিলেক্ট করে Copy / Move এ ক্লিক করুন। ব্যাস। অতি সহজ, তাই না? :) ।
-------------------------------------------------------
নিচের পোস্টগুলোও আপনি পছন্দ করতে পারেন -
অনলাইনে বাংলা ফন্ট সমস্যার সমাধান (কম্পিউটার এর জন্য)
উইন্ডোজ ৭ এ Welcome Text যুক্ত করা
ইচ্ছেমত বন্ধ করে দিন অথবা খুলে দিন আপনার পি সি 'র USB Port
ফোল্ডার ম্যাজিক
সাধারনভাবে পি সি তে Copy / Paste এবং Cut / Paste করতে হলে আমাদের উভয় folder খুলতে হয় অর্থাৎ এক folder থেকে copy বা cut করে আরেক folder খুলে সেখানে paste করতে হয়। এই সনাতন পদ্ধতিতে Pen drive ও Memory Card থেকে Copy / Paste এবং Cut / Paste করে পি সি তে ফাইল আনা আরও বিরক্তিকর। যদি এমন হয়, যে কোন file বা folder এর উপর Mouse এর right button ক্লিক করেই Copy / Paste এবং Cut / Paste করা যায় তাহলে নিশ্চয়ই ভাল হয়, তাই না? আজ দেখব কিভাবে Mouse এর right button ব্যাবহার করে যে কোন file বা folder কে Copy / Paste এবং Cut / Paste করা যায়।
প্রথমে Start Button এ ক্লিক করুন। নিচের ছবিতে Start Button দেখানো হল-
এখন search programs and files ঘরে run লিখে enter চাপুন। Run নামে একটা ছোট বক্স খুলবে। নিচের ছবির মত-
ওই বক্স এর Open এর ডান পাশের ঘরে regedit লিখে Ok ক্লিক করুন। Registry Editor নামের একটি উইন্ডো খুলবে। ওই উইন্ডোর বাম পাশ থেকে HKEY_CLASSES_ROOT এ ডাবল ক্লিক করুন। বিষয়টি নিচের ছবির মত হবে-
ডাবল ক্লিক করার পর HKEY_CLASSES_ROOT এর নিচে অনেক গুলো নতুন Folder আসবে। ওই folder গুলো থেকে AllFileSystemObject নামের folder টি খুঁজে নিয়ে ডাবল ক্লিক করুন। ঠিক নিচেই shellex নামের আরেকটি নতুন folder আসবে। এবার shellex এ ডাবল ক্লিক করুন, ঠিক নিচেই আরও দুটি নতুন folder আসবে। বিষয়টি নিচের ছবির মত হবে -
এখন shellex এর ঠিক নিচের ContextMenuHandlers এর উপর Mouse এর Right Button ক্লিক করে New তে গিয়ে Key তে ক্লিক করুন। নতুন একটি folder খুলবে, নাম দিয়ে দিন Copy to। একইভাবে আবার ContextMenuHandlers এর উপর Mouse এর Right Button ক্লিক করে New তে গিয়ে Key তে ক্লিক করুন। নতুন একটি folder খুলবে, নাম দিয়ে দিন Move to। বিষয়টি নিচের ছবির মত হবে-
এখন Copy to এর উপর ক্লিক (সিঙ্গেল) করে ডান পাশ থেকে (Default) এ ডাবল ক্লিক করুন। নিচের ছবির মত -
Edit String নামের একটি বক্স খুলবে। উক্ত বক্স এর Value data এর নিচের ঘরে {C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13} লিখে ok ক্লিক করুন। নিচের ছবির মত-
এরপর একইভাবে Move to এর উপর ক্লিক (সিঙ্গেল) করে ডান পাশ থেকে (Default) এ ডাবল ক্লিক করুন। Edit String নামের একটি বক্স খুলবে। উক্ত বক্স এর Value data এর নিচের ঘরে {C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13} লিখে ok ক্লিক করুন। কাজ শেষ। Close এ ক্লিক করে বেরিয়ে আসুন।
এখন যে কোন file বা folder এর উপর Mouse এর right button ক্লিক করলে Copy to Folder এবং Move to Folder নামের দুটি নতুন মেনু দেখবেন। Copy / Paste করতে Copy to Folder এ এবং Cut / Paste করতে Move to Folder এ ক্লিক করুন। Copy Items বা Move Items নামের একটি বক্স খুলবে। নিচের ছবির মত -
Copy / Cut করে যে folder এ নিতে চান, সে folder টা সিলেক্ট করে Copy / Move এ ক্লিক করুন। ব্যাস। অতি সহজ, তাই না? :) ।
-------------------------------------------------------
নিচের পোস্টগুলোও আপনি পছন্দ করতে পারেন -
অনলাইনে বাংলা ফন্ট সমস্যার সমাধান (কম্পিউটার এর জন্য)
উইন্ডোজ ৭ এ Welcome Text যুক্ত করা
ইচ্ছেমত বন্ধ করে দিন অথবা খুলে দিন আপনার পি সি 'র USB Port
ফোল্ডার ম্যাজিক
No comments:
Post a Comment