Sunday, February 4, 2018

রাশি কথা (সিংহ রাশি)

সিংহ রাশি
Leo
[ ২৩ জুলাই - ২৩ আগস্ট ]

শাসক গ্রহ :রবি।
বৈশিষ্ট্য :আগুন।
শুভ সংখ্যা :১।
রং :লাল, সোনালি, হলুদ চকোলেট।
ধাতু :সোনা ও পিতল।
রত্ন :রুবি, পোখরাজ, প্রবাল।
শুভ দিন :রবিবার।
সঙ্গী/সঙ্গিনী :ধনু, মেষ, মিথুন।
বৈশিষ্ট্য
প্রতীক :সিংহ, প্রেমিক বা রাষ্ট্রপ্রধান

আগ্নেয় বৈশিষ্ট্য: কর্তৃত্বপরায়ণ, উদার, আস্থাবান, উদ্যমী, নিয়ন্ত্রণকামী, গর্বিত
ব্যক্তিত্ব :আত্মবিশ্বাসী, আবেগতাড়িত, অহংকারী, দাম্ভিক, সাহসী, আত্মসচেতন, আত্মমর্যাদাবান

সিংহ অতিমাত্রায় বিশ্বাসপ্রবণ। তারা শত্রুর কথা যেমন বিশ্বাস করে, হুঙ্কার দিয়ে ওঠে, তেমনি মিত্রের কথায় বিশ্বাস করে ঝাপিয়ে পড়ে। কোনোরকম যাচাই-বাছাই করে দেখে না। একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকে এবং অসহনীয় এক পরস্থিতি তারা নিজেরাই সৃষ্টি করে। বিচারক হিসেবে এরা ভালো নয়, কারণ গায়ের জোর ও আবেগের বশে অনেক সমস্যা সমাধানের চেষ্টা করে, যা উত্তম বিচারকের বৈশিষ্ট্য নয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যুক্তি দিয়ে বিবেচনা করার ক্ষেত্রে তারা বেশ পারদর্শী এবং কারও জীবনের খুঁটিনাটি সমস্যাগুলোও তারা বিচক্ষণতার সঙ্গে মোলায়েম করে তুলতে সক্ষম। তবে খুবই খারাপ হলো যে, তারা তাদের নিজের জীবনের সমস্যাগুলোকে একই রকম দক্ষতা কিংবা আরামের সঙ্গে সমাধান করতে পারে না। তারপরও এই গুণটিই তাদেরকে এত প্রত্যক্ষভাবে ভালোবাসার মানুষে পরিণত করে; তার নির্ভেজাল শ্রেষ্ঠত্ব আর চমকপ্রদ ক্ষমতাগুলো আবার যেন দুঃসাহসীভাবে একরকম শোচনীয় ও দুর্বল আত্মঅহংকারের সঙ্গে মিশে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, এই গর্বিত, মর্যাদাশালী বিড়ালটিই ভঙ্গুর? বস্তুত তাই। সে গভীরভাবে আহত হয় যদি কেউ তার জ্ঞান ও মহত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করে। সিংহকে বশ করার জন্য আর কিছু নয়, শুধু একটু প্রশংসা করতে হবে। সিংহ যখন নিজের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য নিবেদিত, তখন তাকে চ্যালেঞ্জ করার জন্য একজনকে বেশ সাহসী হতে হয়। কিছু কিছু সিংহ বয়সের সঙ্গে সঙ্গে অনেক নম্র হয়ে ওঠে, কিন্তু তারা তাদের গর্বিত মস্তক কখনোই নত করে না। এই রাশির রাজকীয়তার পূর্ণ বিকাশ দেখা যায় যখন তারা আতিথেয়তায় নিয়োজিত হয়। তারা এমন একটা অনুভূতি দেবে যেন আপনি রাজকীয় প্রাসাদে আমন্ত্রিত হয়েছেন।

বিখ্যাত ব্যক্তি
নেপোলিয়ান বোনাপার্ট, বারাক ওবামা, জর্জ, বার্নার্ড শ, আর্কিমিডিস, ফ্রিদেল ক্যাস্ট্রো, হেনরি ফোর্ড, জিয়াউল হক, স্যার ওয়াল্টার স্কট, আলফ্রেড হিচকক, সালভেদর আলেন্দে, কুলদীপ নায়ার, বেগম খালেদা জিয়া, ফরহাদ মাজহার, জহির রায়হান, আবদুল্লাহ আবু সায়ীদ, ববিতা, সজীব ওয়াজেদ জয়।
(সংগৃহীত)

Post Comment

No comments:

Post a Comment