Wednesday, July 10, 2013

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের "আজি হতে শতবর্ষ পরে" পড়িয়া (শান্তনু ভৌমিক)

আজি হতে শত বর্ষ
আগে
কে কবি স্মরণ
তুমি করেছিলে আমাদেরে
শত আনুরাগে
আজি হতে শত বর্ষ
আগে।
আজি হতে শত বর্ষ পরে
বসে আছি নিরালায়
কোন এক গ্রীষ্মের সন্ধ্যায়
হাতে নিয়ে তোমার কবিতাখানি।
আজি হতে শতবর্ষ পরে
এখন আর কেউ বসে না
খুলিয়া দক্ষিণদ্বার
হারিয়ে যায় না কেউ কল্পনার জগতে
আজি হতে শতবর্ষ পরে
কত শত কাব্য আজ
প্রেমকে ঘিরে।
আজি হতে শতবর্ষ পরে
সবাই ব্যস্ত আজ
ফেসবুক টুইটার নিয়ে
এরই মাঝে ফেক আইডির ভিড়ে
যাচ্ছে কেউ হারিয়ে।
আজি হতে শতবর্ষ পরে
এখন ধরিছে গান
কত শত লুল কবি
আমাদের ঘরে
তোমার বসন্তের আনন্দ অভিবাদন
নিচ্ছে গ্রহণ করে।
এখন বসন্তদিনে ধ্বনিত হচ্ছে ক্ষণতরে-
হৃদয়স্পন্দনে তব
পল্লবমর্মরে তোমার নাম
আজি হতে শতবর্ষ পরে।।

(উপরের চারটি লাইন কবি নজরুলের ১৪০০ সাল কবিতা থেকে নেয়া হয়েছে।
আর বাকীটা জানিনা কেমন হয়েছে।) 


--------------------------------------------------------------------------

 শান্তনু ভৌমিক এর আরও একটি লেখা-

একটি সম্পূর্ণ প্রেমের গল্প



Post Comment

No comments:

Post a Comment