Tuesday, July 9, 2013

Mozila Firefox এর টাইটেল এ যোগ করুন আপনার নাম

সাধারণত Mozilla র টাইটেল থাকে নিচের ছবির মত -


এই টাইটেল এ চাইলে আপনি একটু পরিবর্তন নিয়ে আসতে পারেন। যেমন ওই টাইটেল এ আপনার নাম লাগিয়ে নিতে পারেন।



 প্রথমে 'Fire Title' নামক Add on টি পেতে নিচের লিংক এ ক্লিক করুন-
>>>>>> https://addons.mozilla.org/en-US/firefox/addon/firetitle/

উপরের লিংক এ ক্লিক করলে নিচের ছবির মত একটি পেজ খুলবে-


Add to Firefox এ ক্লিক করুন। ২২.৭ কিলোবাইট এর add on টি নিমিষেই ডাউনলোড হয়ে যাবে। এরপর নিচের ছবির মত একটা বক্স আসবে -





৫ সেকেন্ড অপেক্ষা করে Install Now এ ক্লিক করুন। Mozilla রিস্টার্ট চাইবে। Restart Now এ ক্লিক করুন।  

এখন Tool থেকে Add ons এ ক্লিক করুন। বিষয় টি নিচের ছবির মত হবে-





আপনার Mozilla তে সরাসরি Tools নাও থাকতে পারে, সেক্ষেত্রে Firefox এ ক্লিক করে Add ons এ ক্লিক করুন। বিষয় টি নিচের ছবির মত হবে-




 বামপাশ থেকে Extensions এ ক্লিক করুন। এখন Fire Title এর Option এ ক্লিক করুন। -





Option এ ক্লিক করার পর নিচের ছবির মত একটি বক্স খুলবে-




এই বক্স এর উপরের Window Name এর নিচের ঘরে আপনার পছন্দের নাম লিখে দিন (যেমন - আমি লিখেছি প্রবাল ভৌমিক), এবং Title Pattern এর নিচের ঘরে ntm এর জায়গায় লিখুন শুধুমাত্র nt (m কেটে দিন)। কাজ শেষ। উপরের ডান দিকের ক্রস (Close) বাটন এ ক্লিক করে বেরিয়ে যান। দেখেন, আপনার Mozilla টাইটেল Change হয়ে গেছে। আমার টা কেমন হয়েছে নিচের ছবি থেকে দেখে নিন-

  ------------------------------------------------------------------------------

নিচের লেখাগুলোও আপনি পছন্দ করতে পারেন -

 ভুল করে দরকারি Tab বন্ধ করে ফেলেছেন। পুনরায় Open করুন মাত্র এক চাপে।

Computer থেকে কিভাবে Screen Shot নিবেন 

আপনার কম্পিউটার কে দিন রকেট গতি 

উইন্ডোজ এ Welcome Text যুক্ত করা  

ইচ্ছেমত বন্ধ করে দিন অথবা খুলে দিন আপনার পি সি 'র USB Port  

Skype দিয়ে Desktop Sharing 

ফোল্ডার ম্যাজিক  

যে কোন অফিস ফাইল এ তালা মারা 

  পি সি র টাস্ক বার এ নিজের নাম যোগ করা

ফেসবুক এ অন্য ডিভাইস থেকে নিজেকে লগ আউট করা 



 

Post Comment

No comments:

Post a Comment