Sunday, July 14, 2013

অনলাইনে বাংলা ফন্ট সমস্যার সমাধান (কম্পিউটার এর জন্য)

মাঝে মাঝে আমরা খুব বিরক্তি বোধ করি যখন আমরা অনলাইন এ বাংলা দেখতে সমস্যায় পড়ি। অনেক সময় পুরো বাংলা পেজ এর ফন্ট গুলো এলোমেলো দেখা যায়, আবার কখনো পেজ এর Heading এর বাংলা ফন্ট গুলো এলোমেলো দেখা যায়। যা হোক, এখন এ সমস্যার সমাধান জানব-

প্রথমে নিচের লিংক থেকে Vrinda ফন্টটি ডাউনলোড করে নিন (সাইজ মাত্র ২২৬ কেবি)-
লিংক>>>>>>> http://go.dimpost.com/036

ডাউনলোড হয়ে গেলে ফন্টটি Copy করে আপনার কম্পিউটার এর C ড্রাইভ এর Windows এর Fonts এ Paste করুন (C/Windows/Fonts)। 

ব্রাউজার ক্লোজ করে কিছুক্ষন পর (আধা মিনিট) পুনরায় চালু করুন। আশা করি আপনার বাংলা ফন্ট সমস্যার সমাধান হয়ে গেছে।

যদি এখনো সমাধান না হয় তবে এবার নিচের কাজটা করুন।

আপনার ব্রাউজার এর Tools এ ক্লিক করে Option এ ক্লিক করুন। একটা উইন্ডো খুলবে। ওই উইন্ডো থেকে Content এ ক্লিক করুন। এরপর Fonts & Colors এর ডানপাশের Advanced এ ক্লিক করুন। Fonts নামে একটি নতুন বক্স খুলবে। বক্স টাকে নিচের ছবির মত করে দিন-
  
ok, ok করে বেরিয়ে আসুন। ব্রাউজার ক্লোজ করে কিছুক্ষন পর (আধা মিনিট) পুনরায় চালু করুন।
কাজ শেষ। এবার নিশ্চয় আপনার বাংলা ফন্ট সমস্যা সমাধান হয়েছে। 

--------------------------------------------------------

নিচের লিখাগুলোও আপনি পছন্দ করতে পারেন-

ভুল করে দরকারি Tab বন্ধ করে ফেলেছেন। পুনরায় Open করুন মাত্র এক চাপে

Mozila Firefox এর টাইটেল এ যোগ করুন আপনার নাম

Post Comment

No comments:

Post a Comment