Tuesday, June 18, 2013

Mozilla Firefox এর ২৫ টি Shortcut


Sl.ShortcutResult
1Ctrl + Lসরাসরি ওয়েব লিখতে
2Ctrl + Nনতুন পৃষ্ঠা খুলতে
3Ctrl + Tনতুন ট্যাব খুলতে
4Ctrl + Tabপরবর্তী ট্যাবে যেতে
5Ctrl + Shift + Tabআগের ট্যাবে যেতে
6Ctrl + Wট্যাব বন্ধ করার জন্য
7Ctrl + Sপেজ সেভ করতে
8F5পেজ রিলোড অথবা রিফ্রেশ করতে
9F11স্ক্রিনজুড়ে ফায়ারফক্স দেখতে
10Alt + Homeহোম পেজে যেতে চাইলে
11Ctrl + Dবুকমার্ক করতে চাইলে
12Ctrl + Kসরাসরি সার্চ বক্সে যেতে
13Ctrl + =লেখাকে বড় করতে চাইলে
14Ctrl + –লেখাকে ছোট করতে চাইলে
15Spacebarপেজের নিচের দিকে আসতে চাইলে
16Shift + Spacebarপেজের ওপরের দিকে আসতে চাইলে
17Ctrl + Fওয়েব পেজে কোনো কিছু খুঁজতে চাইলে
18Ctrl+ Hব্রাউজিং হিস্টোরি দেখতে
19Ctrl+ Jডাউনলোড লিস্ট দেখতে
20Ctrl+ Oকম্পিউটার থেকে কোনো ফাইল খুলতে
21Ctrl+ Pওয়েব পেজ প্রিন্ট নিতে
22Alt + Nপরের শব্দ খুঁজতে চাইলে
23.com-এর ক্ষেত্রে Ctrl + Enterস্বয়ংক্রিয়ভাবে ওয়েব ঠিকানার আগে-পরে www ও .com বসাতে
24.net-এর ক্ষেত্রে Shift + Enterস্বয়ংক্রিয়ভাবে ওয়েব ঠিকানার আগে-পরে www ও .net বসাতে
25.org-এর ক্ষেত্রে Ctrl + Shift + Enterস্বয়ংক্রিয়ভাবে ওয়েব ঠিকানার আগে-পরে www ও .org বসাতে—

Post Comment

No comments:

Post a Comment