Sunday, January 19, 2014

Android এর জন্য সেরা Battery Saver >>>>> Juice Defender.apk

Android এ ব্যাটারি খরচ টা একটু বেশিই হয়। তাই আমরা Battery লাইফ একটু বেশি পাবার আশায় বিভিন্ন Battery Saver ব্যাবহার করি। আমি এতদিন Battery Saver Pro ব্যাবহার করতাম, তবে তেমন একটা ফল পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর খুব ভাল মানের একটি Battery Saver পেয়ে গেছি, যার নাম "Juice Defender" ।

Juice Defender আপনার Android এ পেতে নিচের দুটি ডাউনলোড লিংক থেকে দুটি অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করতে হবে। প্রথমে 1_Juice Defender অ্যাপ টি (1.49 MB) নিচের লিংক থেকে ডাউনলোড করুন। লিংক-
https://www.dropbox.com/s/jfskaxx98acrtue/1_JuiceDefender_3.9.4.apk

এবার 2_Juice Defender Ultimate অ্যাপ টি (54.93 KB) নিচের লিংক থেকে ডাউনলোড করুন। লিংক-
https://www.dropbox.com/s/7lmts6pb5v4we0s/2_JuiceDefender%20Ultimate_3.9.0.apk

এখন প্রথম ডাউনলোড করা 1_Juice Defender ইন্সটল করুন, এরপর পরে ডাউনলোড করা 2_Juice Defender Ultimate ইন্সটল করুন।

সবশেষে আপনার ফোনের মেনু থেকে Juice Defender এ টাচ করে Status কে Enabled করে দিন। নিচের ছবিটি দেখুন-


এখন আবার মেনু তে গিয়ে Juice Defender Ultimate এ গিয়ে দেখেন Status - enabled আছে কিন, না থাকলে enabled করে দিন। একটু খেয়াল করে দেখুন এখন আপনার ফোন এ Juice Defender নামে আর কোন মেনু নাই, আছে শুধু Juice Defender Ultimate মেনুটি। 

যা হোক কাজ শেষ। এখন উপভোগ করুন দীর্ঘ Battery Life. 


কোন সমস্যা হলে আমার facebook এ Inbox করুন। 


Post Comment

No comments:

Post a Comment