Thursday, January 9, 2014

Android এর জন্য পূর্ণাঙ্গ Dictionary -------- Bangla<>English Dictionary.apk

Android এর জন্য একটি পূর্ণাঙ্গ Dictionary--  "Bangla<>English Dictionary" । এই অ্যাপ একাধারে English 2 Bengali এবং Bengali 2 English দু'ধরনের Dictionary হিসেবে ব্যাবহার করা যাবে। আরও আছে অনেক সুবিধা, যা নিচে আরও বিশদভাবে আলোচনা করার চেষ্টা করছি। 

প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন। এর পর যথানিয়মে ইন্সটল করুন। এরপর আপনার ফোনের মেনু থেকে অ্যাপ টি ওপেন করুন। প্রথমবার ওপেন হতে একটু সময় লাগতে পারে। ওপেন হবার পর একটি মেসেজ আসবে, যা Dictionary Icon ফোন এর নোটিফিকেশান বার এ রাখার বিষয়ে আপনার অনুমোদন চাইবে। নোটিফিকেশান বার এ Dictionary Icon রাখতে চাইলে Yes আর না চাইলে No টাচ করুন। এরপর আর একটি মেসেজ শো করবে, Don't Show Again এ টাচ করুন। এখন Dictionary র Home মেনু শো করবে, আপনার ফোন এর Back বাটন এ টাচ করুন। দেখুন Dictionary এসে গেছে। নিচের ছবির মত-

 
উপরের ছবির উপরে বাম পাশে লাল বৃত্ত ঘেরা স্থানে টাচ করে B>E করলে Dictionary টি English 2 Bengali Dictionary হিসেবে কাজ করবে। আর E>B করলে Dictionary টি Bengali 2 English Dictionary হিসেবে কাজ করবে। 

Keyboard স্বয়ংক্রিয়ভাবে আসবে, না আসলে "Enter Word Here" এ টাচ করলে Keyboard শো করবে।আপনার পছন্দের শব্দটি টাইপ করলে একই ধরনের অনেকগুলো শব্দের Suggestion দেখাবে, আপনার পছন্দের শব্দটির উপর টাচ করুন। অর্থ চলে আসবে। 

Dictionary যখন English 2 Bengali হিসেবে ব্যাবহার করবেন তখন উক্ত শব্দের অর্থের নিচে Adjective, Noun, Verb ও More নামের অপশন দেখাবে, ওই অপশন গুলোতে টাচ করে জেনে নিন উক্ত শব্দের Adjective, Noun, Verb ইত্যাদি হিসেবে ব্যাবহার এবং অর্থ। Pronounce এ টাচ করে শুনে নিন ওই শব্দের উচ্চারন। নিচের ছবিটি দেখুন -


আর Dictionary যখন Bengali 2 English হিসেবে ব্যাবহার করবেন তখন আপনার প্রয়োজনীয় বাংলা শব্দটির অনেকগুলো ইংরেজি প্রতিশব্দ দেখাবে। নিচের ছবিটি দেখুন-


এক কথায় চমৎকার একটি Dictionary । এই একটি Dictionary ব্যাবহার করলে আশা করি আর কোন Dictionary আপনার প্রয়োজন হবে না। 

Name: Bangla<>English Dictionary
Size: 7.94 MB

Download Link: https://www.dropbox.com/s/urrietto6rkk66q/Bangla-English%20Dictionary_pRABAL.apk

কোন সমস্যা হলে আমার Facebook এ Inbox করুন।


Post Comment

2 comments: