Continue তে টাচ করুন। একটু অপেক্ষা করুন, নিচের ছবির মতো আসবে-
OK তে টাচ করুন। এখন নিচের ছবির মত আসবে-
এখন উপরে আমি যেভাবে মোবাইল নাম্বার দিয়েছি সেভাবে আপনার মোবাইল নাম্বার দিন। এরপর Continue তে টাচ করুন। এখন বাংলাদেশের কোড সহ আপনার মোবাইল নাম্বার টা দেখাবে, নিচের ছবির মত-
নাম্বার ঠিক থাকলে OK তে টাচ করুন। এখন কোড এর পেজ আসবে, অপেক্ষা করুন, আপনার নাম্বার এ বিদেশি নাম্বার থেকে একটি কল আসতে পারে, এটি Viber থেকে আসে, Call টি রিসিভ বা কেটে দেবার দরকার নাই। রিং শেষ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখন দেখবেন আপনার মোবাইল এ অটো কোড এসে গেছে, নিচের ছবির মত, কোড টি অবশ্যই ওই নাম্বার এ আসবে যে নাম্বার টি আপনি আগে দিয়েছেন-
যদি কোন কারনে অটো কোড টি না আসে তাহলে Message Inbox চেক করুন, Viber থেকে কোড টি আপনার Inbox এ চলে আসবে। কোড এর জায়গায় কোড টি দিয়ে Continue তে টাচ করুন। আসা করি এই কাজটি আপনাকে করতে হবে না, কারন কোড অটো উপরের ছবির মত চলে আসবে।
কাজ শেষ। এখন নিচের ছবির মত আসবে-
এখন মাঝের তীর মার্ক করা বাটন এ টাচ করে দেখে নিন, কে কে আছে আপনার Viber LIst এ। করতে থাকুন ফ্রি কল এবং এস এম এস।
প্রিয় অচেনা Girl Friend এবার আশা করি আপনি পারবেন। আর যদি না পারেন তাহলে আমার দুর্ভাগ্য।
কি হল জানাতে ভুলবেন না যেন। :P
No comments:
Post a Comment