'বিষ্টি' নারে ভাই, নাম তার 'বৃষ্টি'
বৃষ্টি 'হচ্চে' না, বৃষ্টি 'হচ্ছে'।
কেন 'বাই' বলছেন? আমি কি বিদায় চাচ্ছি?
বলুন 'ভাই'।
'মহোধয়' নয় 'মহোদয়'
'কাসি' নয় 'কাশি' হলে
'মদু' নয় 'মধু' খান।
ভালবাসা 'অভিরাম'
কে সে 'অভিরাম'?
আচ্ছা বুঝেছি, আপনি বলতে চেয়েছেন
ভালবাসা 'অবিরাম'।
শেষ পর্যন্ত আমি তোমাকে 'চায়' নয় 'চাই'
সে কবি হতে 'চাই' নয় 'চায়'
'কলিক' নয় 'কলিগ' থাকেন 'চট্রগ্রামে' নয় 'চট্টগ্রামে'
'ওনি' নয় 'উনি' আছেন 'হাশপাতালে' নয় 'হাসপাতালে'
'অবস্তা' বা 'আবস্তা' জেনে কি 'লাব' নয় 'লাভ'?
আসুন 'অবস্থা' জানি
'উওরে' যাবে কেন? 'উত্তরে' যাও
'ছাএ' হতে চাও কেন? 'ছাত্র' হও
'গর্ভ' নয় 'গর্ব' করে বল
তুমি বাঙালী
আমি 'যায়' নয় 'যাই'
সে 'যাই' নয় 'যায়
'জলবে' নয় 'জ্বলবে'
'জালা' নয় 'জ্বালা'
'পুটবে' নয় 'ফুটবে'
'উটবে' নয় 'উঠবে'
'পেলেছি' বলে 'পেল্লে' হবে?
'ফেলেছি' বলে 'ফেলতে' হবে
'ভাগিনা' কেন 'বাগিনা' হয়?
'বোন' হবে 'ভোন' নয়
'দমক' 'কেলে' 'বয়' হয়?
'ধমক' 'খেলে' 'ভয়' হয়
সে 'বুজে' নয় 'বুঝে' এই কাজ 'করচে' নয় 'করছে'
সে নিজেই নিজের 'ডোল' নয় 'ঢোল' পিটাচ্ছে
'বন্দুরা' নয় 'বন্ধুরা' মিলে 'পাটি' নয় 'পার্টি' দিলাম
এমন আছে আরো 'বুরিবুরি' নয় 'ভুরিভুরি'
এখনো হচ্ছে বৃষ্টি 'গুরিগুরি' নয় 'গুড়িগুড়ি'।
No comments:
Post a Comment