নিজে যখন ওভারব্রিজ ব্যবহার করেন না - 'অনেক তাড়া আছে ভাই।'
অন্য কেউ যখন ওভারব্রিজ ব্যবহার করেন না - 'এদের কি কান্ডজ্ঞান কিছু নাই?'
নিজে যখন প্রকাশ্যে ধূমপান করেন - 'বয়স কি আর কম হলো ভাই?'
অন্য কেউ যখন প্রকাশ্যে ধূমপান করেন - 'এদের কি আদব-কায়দা শিখানো হয় নাই?'
নিজে যখন বিনা লাইসেন্সে গাড়ি চালান - 'আমায় কে ধরবে ভাই?'
অন্য কেউ যখন বিনা লাইসেন্সে গাড়ি চালান - 'দেশে কি আইন কানুন নাই?'
নিজে যখন অবৈধ সুযোগ পেতে ঘুষ দেন - 'এসব ছাড়া কি আজকাল কোন কাজ হয় ভাই?'
অন্য কেউ যখন অবৈধ সুযোগ পেতে ঘুষ দেন - 'এদের জন্য দুর্নিতীমুক্ত সমাজ গড়া দায়।'
নিজে যখন যত্রতত্র ময়লা ফেলেন - 'ডাস্টবিন-টা কত দূরে, এতদূর যাওয়া যায়?'
অন্য কেউ যখন যত্রতত্র ময়লা ফেলেন - 'এদের বস্তিতে জন্ম, কমনসেন্স নাই।'
>> আমরাতো আমরাই, হাজারো এমন করি লালন, বলে কোন লাভ নাই।
অন্য কেউ যখন ওভারব্রিজ ব্যবহার করেন না - 'এদের কি কান্ডজ্ঞান কিছু নাই?'
নিজে যখন প্রকাশ্যে ধূমপান করেন - 'বয়স কি আর কম হলো ভাই?'
অন্য কেউ যখন প্রকাশ্যে ধূমপান করেন - 'এদের কি আদব-কায়দা শিখানো হয় নাই?'
নিজে যখন বিনা লাইসেন্সে গাড়ি চালান - 'আমায় কে ধরবে ভাই?'
অন্য কেউ যখন বিনা লাইসেন্সে গাড়ি চালান - 'দেশে কি আইন কানুন নাই?'
নিজে যখন অবৈধ সুযোগ পেতে ঘুষ দেন - 'এসব ছাড়া কি আজকাল কোন কাজ হয় ভাই?'
অন্য কেউ যখন অবৈধ সুযোগ পেতে ঘুষ দেন - 'এদের জন্য দুর্নিতীমুক্ত সমাজ গড়া দায়।'
নিজে যখন যত্রতত্র ময়লা ফেলেন - 'ডাস্টবিন-টা কত দূরে, এতদূর যাওয়া যায়?'
অন্য কেউ যখন যত্রতত্র ময়লা ফেলেন - 'এদের বস্তিতে জন্ম, কমনসেন্স নাই।'
>> আমরাতো আমরাই, হাজারো এমন করি লালন, বলে কোন লাভ নাই।
No comments:
Post a Comment