তাহাদের ছোট 'মন'
থাকে প্রতীক্ষায়-
এই বুঝি এ'রে-অ'রে
জাপটে ধরা যায়।
সুঁচাগ্র ভ্রম যদি ধরে আঁখি-পটে
'চার-হস্ত' এক করি নাচিয়া-কুদিয়া মরে-
ভাতেরে আজ অন্ন ক'ওয়া হে'ন লোক ভাই
অতীত ভুলিয়া গিয়া 'ইয়া' চোখে চায়।
অর্থ-প্রাপ্তি দেয়নি তা'দের মনো-বুদ্ধি'র প্রসারতা
নিজ ভূবণ রচিয়া নিজেই সাজে রাজা
মান-সম্মান স'বি তা'রা অর্থে প্রাপ্তি দেখে
ভাবিতেছে হে'ন মহৎপ্রাণ(!) নাই এ'রাজ্যে।
এ'সব অর্বাচীনের ভীড়ে 'নিমাই-তোতাই'
চোখ বুজে প্রশ্ন ভাবে-
পালাবার পথ নাই???
No comments:
Post a Comment