Wednesday, April 14, 2021

কপটতা

 সম্প্রতি নিউজফিডে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন সম্পর্কিত কিছু মতপার্থক্য দৃষ্টিগোচর হয়েছে। এক পক্ষের বক্তব্য হলো, এটি সকল বাঙালীর একটা সর্বজনীন উৎসব। অন্য একটি পক্ষের মতে, পহেলা বৈশাখ মোটেও কোন সর্বজনীন উৎসব নয় বরং এটি একটি ধর্মভিত্তিক নির্দিষ্ট সম্প্রদায়ের উৎসব। তাই ২য় পক্ষ কোনভাবেই রাষ্ট্রীয়ভাবে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের পক্ষে নয়।

বর্তমান প্রজন্মের একটা বিশাল অংশ ইতিহাস পড়ে না বা জানতেও চায় না। তারা কোন একটি আদর্শের অন্ধ ভক্ত হতে পছন্দ করে এবং ওই আদর্শকেই একমাত্র উপাস্য বলে মনে করে একটি কুয়ায় আবদ্ধ হয়। 

এবার আসি আসল কথায়। বাংলাদেশ সরকার ২০১৬ সাল থেকে প্রতি বৈশাখে বাংলা নববর্ষ উদযাপনের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সেনাবাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা প্রদান করে আসছে। এর অনুকরণে বেশ কিছু বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও মহাধূমধামে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে তাদের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বৈশাখে বৈশাখী ভাতা প্রদান করছে। 

উপরোক্ত ২য় পক্ষ অর্থাৎ যারা বাংলা নববর্ষকে সর্বজনীন বা নিজেদের উৎসব বলে মনে করেন না এবং বিশ্বাস করেন যে, এটি রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হওয়া উচিত নয়; কর্মক্ষেত্রে তারা কি বৈশাখী ভাতা গ্রহণ করা থেকে বিরত থাকেন? না, এপর্যন্ত এমন কোন তথ্য পাওয়া যায় নি। এটা কি স্ববিরোধিতা নয়? যে উৎসবের অস্তিত্বই তারা বিশ্বাস করে না, সে উৎসব উদযাপনের জন্য ভাতা গ্রহণ করা কতটা যৌক্তিক? 

আর যারা এখনো শিক্ষার্থী এবং বাংলা নববর্ষ উদযাপনের বিরোধী দলের সদস্য, তারা শিক্ষাজীবন শেষ করার পর নিশ্চয়ই এমন কোন চাকুরী পেতে চাইবে না যেখানে বৈশাখী ভাতা দেওয়া হয়; সেটা যতই লোভনীয় চাকুরী হোকনা কেন!!!

Post Comment

No comments:

Post a Comment