CD ROM এর ভিতর জরুরী CD আটকে আছে আর বিদ্যুৎ নাই। ডেক্সটপ ব্যাবহারকারিরা মাঝে মাঝে এই ঝামেলায় পড়েন। বিদ্যুৎ ছাড়াই ছোট্ট একটি ট্রিক এর মাধ্যমে CD ROM হতে CD বের করে আনতে পারবেন।
উপরে একটি CD ROM এর ছবি দেয়া হয়েছে। লাল বৃত্ত করা অংশটি খেয়াল করুন। ছোট্ট একটা ছিদ্র আছে ওখানে। ওই ছোট্ট ছিদ্রটাই আপনার সম্বল :P । বিদ্যুৎ না থাকা অবস্থায় CD ROM থেকে CD বের করার জন্য ওই ছোট্ট ছিদ্রে চিকন কিছু ( কাঠি, সুঁই ইত্যাদি) ধুকিয়ে মাঝারি জোরে গুতা দিন। দেখবেন অবলীলায় দরজা খুলে আপনার CD ROM টি ভেতরে আটকে থাকা CD নিয়ে বেরিয়ে আসবে।
এই পদ্ধতি DVD ROM এর ক্ষেত্রেও প্রযোজ্য।
যা দিয়ে গুতা দিবেন, তা অবশ্যই শক্ত হতে হবে, না হলে ভেঙ্গে ভিতরে আটকে থাকার সম্ভাবনা আছে।
উপরে একটি CD ROM এর ছবি দেয়া হয়েছে। লাল বৃত্ত করা অংশটি খেয়াল করুন। ছোট্ট একটা ছিদ্র আছে ওখানে। ওই ছোট্ট ছিদ্রটাই আপনার সম্বল :P । বিদ্যুৎ না থাকা অবস্থায় CD ROM থেকে CD বের করার জন্য ওই ছোট্ট ছিদ্রে চিকন কিছু ( কাঠি, সুঁই ইত্যাদি) ধুকিয়ে মাঝারি জোরে গুতা দিন। দেখবেন অবলীলায় দরজা খুলে আপনার CD ROM টি ভেতরে আটকে থাকা CD নিয়ে বেরিয়ে আসবে।
এই পদ্ধতি DVD ROM এর ক্ষেত্রেও প্রযোজ্য।
যা দিয়ে গুতা দিবেন, তা অবশ্যই শক্ত হতে হবে, না হলে ভেঙ্গে ভিতরে আটকে থাকার সম্ভাবনা আছে।
No comments:
Post a Comment