Tuesday, July 22, 2014

Free সফটওয়্যার NetWorx , ব্যাবহার করতে পারেন DU Meter এর বিকল্প হিসেবে

যারা নেট ব্যাবহার করেন, তারা অবশ্যই নেট ব্যাবহারকালে চলমান Download ও Upload স্পীড জানতে চান। এই কাজের জন্য সবচেয়ে পরিচিত সফটওয়্যার হচ্ছে DU Meter । কিন্তু সমস্যা হচ্ছে DU Meter পয়সা খরচ করে কিনে ব্যাবহার করতে হয়। 

NetWorx হচ্ছে DU Meter এর Perfect বিকল্প এবং অবশ্যই ফ্রি। 

প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে NetWorx ডাউনলোড করে নিন। এরপর যথানিয়মে ইন্সটল করে Launch / চালু করুন। আপনার পি সি 'র টাস্ক বার এ নিচের ছবির মত Networx আইকন যোগ হবে-
এখন উক্ত NetWorx আইকন এ Right Button ক্লিক করে একদম উপরের Show Graph এ ক্লিক করুন। নিচের ছবির মত আসবে-
কাজ শেষ। এখন আপনার পি সি 'র মনিটর এর যে পাশে আপনি NetWorx রাখতে চান, সেখানে মাউস দিয়ে টেনে দিন। এরপর থেকে পি সি চালু করলেই NetWorx অটো চালু হবে এবং মনিটর এ আপনার ঠিক করা জায়গায় অটো উক্ত গ্রাফ Show করবে। 

আপনি ইচ্ছে করলে গ্রাফ স্টাইল Change করতে পারেন। গ্রাফ স্টাইল Change করতে উক্ত গ্রাফ এর উপর রাইট বাটন ক্লিক করে Setting এ ক্লিক করুন। নিচের ছবির মত আসবে -
এখন Graph ট্যাব এ ক্লিক করে Graph type থেকে আপনার পছন্দের Style এর পাশের বক্স এ ক্লিক করে Apply ও OK তে ক্লিক করে বেরিয়ে আসুন। আমি Numeric স্টাইল পছন্দ করেছি। নিচের আমার পি সি 'র স্ক্রীন শর্ট দিলাম-
তো হয়ে যাক  :)  । 

Name: NetWorx
Size: 3.91 MB

Download Link: https://www.dropbox.com/s/tmblcwvjnsvh0iq/networx_setup.exe

 কোন সমস্যা হলে আমার facebook এ Inbox করুন।


Post Comment

No comments:

Post a Comment