তুমি চেয়েছিলে বলে আমি হেঁটেছিলাম হাঁটু জলে
তুমি চেয়েছিলে বলেই ভাসিয়েছিলাম ডিঙ্গা পাল তুলে
তোমার চাওয়াতে মরুভূমিতে ফুটেছিল কিছু ফুল
ভেবেছিলাম আমি পেয়ে গেছি খুঁজে কাঙ্খিত সেই কুল
তুমি চাওয়াতে নিজেকে নিজে বদলে নিলাম কত
তুমি চাওয়াতেই চলার পথে বদল এসেছে শত
চাইছ তুমি চেয়েই যাচ্ছ, চাওয়ার নেই তোমার শেষ
তোমার চাওয়াতে পৃষ্ঠ হয়ে আজ আমি নিঃশেষ
তুমি চেয়েছিলে বলেই ভাসিয়েছিলাম ডিঙ্গা পাল তুলে
তোমার চাওয়াতে মরুভূমিতে ফুটেছিল কিছু ফুল
ভেবেছিলাম আমি পেয়ে গেছি খুঁজে কাঙ্খিত সেই কুল
তুমি চাওয়াতে নিজেকে নিজে বদলে নিলাম কত
তুমি চাওয়াতেই চলার পথে বদল এসেছে শত
চাইছ তুমি চেয়েই যাচ্ছ, চাওয়ার নেই তোমার শেষ
তোমার চাওয়াতে পৃষ্ঠ হয়ে আজ আমি নিঃশেষ
No comments:
Post a Comment