শ্রদ্ধেয় শিক্ষকসম্প্রদায়, শত কোটি সালাম সবসময় বরাদ্দ থাকে আপনাদের জন্য। অবশ্যই থাকা উচিত, কারন আপনারাই জাতির "বিবেক"। হে মানুষ গড়ার কারিগর, আপনাদের অবদান সবাই জীবনের শেষদিন অব্দি মনে রাখে।
সময়ের সাথে সাথে সব কিছুতে পরিবর্তন আসাই স্বাভাবিক। কিন্তু পরিবর্তন হবে অধিকতর ভাল এর জন্য। তাইতো আমরা মানুষ।
হে জাতির "বিবেক"গণ, লোকে বলে আপনারা নাকি বদলে গেছেন। ভাবতে ভালই লাগে। ভাল লাগে? যখন শুনি আজকাল নাকি "বিবেক"গণ বানিজ্য করেন, তাও আবার বই নিয়ে! রাম!! রাম!!! শোনা যায়, যে কোম্পানি যত বেশি বকশিস দিতে পারে সেই কোম্পানির বই নাকি "বিবেক"গণ তত বেশি খাওয়ান! লজ্জা!! লজ্জা!!!
লোকে বলে বকশিস নাকি সাধারণত "বিবেক"গণ সবাই মিলে ভাগাভাগি করে খান। তবে কখনো কখনো নাকি আবার সবার বড় "বিবেক" দয়া পরবশ হয়ে সব বকশিস একাই খেয়ে ফেলেন। ছোট "বিবেক"দের বাঁচিয়ে দেন পাপের ভাগ গ্রহন থেকে! চমতকার!! চমতকার!!!
কিছু "বিবেক" আছেন রাঘব বোয়াল ধরনের। তাদের নাকি ব্যাপক ভক্তকুল। বই কোম্পানি গুলো নাকি ওই রাঘব বোয়াল দের টার্গেট করেন। কারন তারা একটু বলে দিলেই নাকি ওই বই বাজারে মুড়ি মুড়কির মত বিক্রয় হয়। তবে তারা এমনি এমনি মুখ বেচবেন কেন? ব্যক্তিগতভাবে বকশিস দিলে তবেই মুখ বেচবেন। রাঘব বোয়াল যত বড়, তার চাহিদাও নাকি তত বেশি! শরম!! শরম!!!
"বিবেক"গণ এর এহেন বকশিস বাসনার কারনে নাকি বই কোম্পানি গুলো ইদানিং মান এর চেয়ে মানানো কে বেশি গুরুত্ব দিচ্ছে আর অভিভাবক গণ তিনশত টাকার বই কিনছেন ছয়শত টাকা দিয়ে! কি মজা!! কি মজা!!!
হায়! হায়!! হায় "বিবেক"!!!
No comments:
Post a Comment