Wednesday, March 15, 2017

সেই তুমি (অনুকবিতা)

তুমি সন্যাসিনী হতে চেয়েছিলে
আমি তোমায় স্বাভাবিক জীবন দিয়েছিলাম।
সেই রুষ্ট, রুক্ষ 'সধবা' ছেলেটা তোমার পাণিপ্রার্থী হয়েছিল
আমি তোমায় মুক্তি দিয়েছিলাম।

তোমাদের কত ভাবনা ছিল মৃত-প্রায় বট বৃক্ষ নিয়ে
আমরা তা কত সহজে মেনে নিয়েছিলাম।
যে স্বপ্ন নিয়ে প্রতিদিন তুমি ধ্যানে বসতে
সে স্বপ্ন আমি সত্যি করেছিলাম।
তারপর তোমার শুরু হল চাওয়া..........
চাইছ তুমি চেয়েই যাচ্ছ চাওয়ার নেই কোন শেষ
তোমার চাওয়ায় পিষ্ট হয়ে আজ আমি প্রায় নিঃশেষ।

Post Comment

No comments:

Post a Comment