তখন আমি ভিক্টোরিয়ার স্টুডেন্ট,
থাকতাম বারেক মেম্বার মেস এ
একজন মেস ম্যাট ছিল ঝুলন,
প্রতিদিন কিছুক্ষণ করে সবাই মিলে
ক্রিকেট খেলতাম।
তো একদিন ঝুলন জীবনে প্রথম বার ব্লাড ডোনেট করে এসে
রুম এ শুয়ে আছে,
খেলা শুরু করবো
কিন্তু একজন প্লেয়ার এর ঘাটতি আছে।
ডাক দিলাম ঝুলন কে,
কিন্তু সে ব্লাড ডোনেট এর বিষয় টি উল্লেখ করে
খেলতে অসম্মত হল।
বিপদ------
তাকে ছাড়া হচ্ছেও না।
এরপর ওকে গিয়ে বললাম,
তুইতো আসলে জানিস না,
আমিতো অনেকবার ব্লাড ডোনেট করেছি,
যেদিন ব্লাড ডোনেট করবি
ওই দিন রেস্ট করা লাগে না,
স্বাভাবিক কাজ করবি,
রেস্ট করতে হয় পরের দিন
তাই তুই রেস্ট করতে হবে কাল, আজ না।
আমরা কথা ঝুলন বিশ্বাস করল,
খেলতে এল এবং খেলল।
কোন সমস্যা হল না।
পরের দিন ও রেস্ট করেছিল কিনা অবশ্য খবর নেই নি।
যাই হোক রক্ত দেয়ার পর মানুষ শারীরিকভাবে একদম স্বাভাবিক থাকে, কোন সমস্যা হয় না, এমনকি রেস্ট নেবারও তেমন প্রয়োজন পড়ে না। অথচ, তার রক্তে বেঁচে যায় একটি প্রাণ।
তাই নির্ভয়ে রক্ত দিন, জীবন বাঁচান।
No comments:
Post a Comment