Wednesday, July 26, 2017

ধৈর্যকথা

ধৈর্য একটি অতুলনীয়, অসম গুন। ধৈর্যের সমান আর কোন গুন নেই বরং ধৈর্যই বাকি সকল গুনের সৃষ্টকারী। সততা, আন্তরিকতা, দেশপ্রেম, সত্যবাদীতা, চরিত্রবান হওয়া সহ সকল গুনের পূর্বশর্ত হল ধৈর্য। তাই ধৈর্য কে অগ্রগামী গুন হিসেবে অভিহিত করা যায়।
ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, পেশাগত জীবন সহ জীবনের সকল ক্ষেত্রে সফলতার পূর্বশর্ত হল ধৈর্য। যে ব্যক্তির ধৈর্য নেই, তার জীবনে সফলতা, সুখ কিংবা সন্তুষ্টি কিছুই নেই। এই পৃথিবীতে যারা স্মরণীয়, বরণীয় হয়েছেন বা আমাদের চারপাশের বরেণ্য মানুষগুলোর দিকে যদি আমরা তাকাই, আমরা নিশ্চিত করেই দেখব তাঁরা সকলেই ধৈর্যশীল। কারন ধৈর্যহীনরা কখনোই স্মরণীয় বা বরণীয় হতে পারে না।
আমাদের চারপাশে বর্তমানে ধৈর্যহীন লোকের ছড়াছড়ি। কলি কাল বলে কথা! কেউ ধৈর্য ধারণ করতে রাজি নয়। সবাই অস্থির। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, কারো কারো কাছে আবার এই অস্থিরতাই একটা আর্ট।

Post Comment

No comments:

Post a Comment