ক্ষমতা অত্যন্ত লোভনীয় বিষয়। বর্তমান সমাজে সকলেই ক্ষমতাশালী হতে চায়। আর চাইবেনাবাই কেন? ক্ষমতাশালী হবার আনন্দ যে অতুলনীয়।
ক্ষমতা মানুষকে সম্মান দেয়, গ্রহণযোগ্যতা দেয়, অগ্রাধিকার দেয়, দোয়া দেয়, ভালবাসা দেয়, উচ্চাসন দেয়, অবাধ চলাফেরা বা কথাবার্তার সুযোগ দেয়, আরো কতকি কতকি! সুখ আর সুখ!! কেবলই সুখ!!! সুখি হতে কে না চায়?
মানুষ বিভিন্ন ভাবে ক্ষমতার অধিকারী হয়। কেউ বংশানুক্রমে, কেউ সমাজ সেবা করে, কেউ রাজনীতি করে, কেউ চাকুরীর সুবাদে, কেউ ব্যবসা করে ইত্যাদি। কে কিভাবে ক্ষমতাশালী হল, তা মূল বিবেচ্য বিষয় নয়। মূল বিবেচ্য বিষয় হল, সে ক্ষমতাশালী কিনা।
আরেকটি মজার বিষয় হল, ক্ষমতা চিরস্থায়ী হয় না। আজ এর তো কাল ওর। যার ক্ষমতা আছে সে প্রানপনে চেষ্টা করে তার ক্ষমতা ধরে রাখতে আর যার ক্ষমতা নেই সে চায় যেভাবেই হোক ক্ষমতা অর্জন করতে।
ক্ষমতাকে কেন্দ্র করেই ঘুরছে পৃথিবী।
No comments:
Post a Comment