Sunday, March 29, 2020

বরে শাপ


একজন ইলেক্ট্রিশিয়ানের একটা বাইক কিনলেন। ইলেক্ট্রিশিয়ান হওয়ার সুবাদে নিজের ট্যাকনিক্যাল মেধা কাজে লাগিয়ে বাইকের ছোটখাট কোন সমস্যা হলে নিজেই সারানোর চেষ্টা করতেন। ০২/০৩ মাস পরপর তিনি বাইক সার্ভিসিং করতে নিয়ে যেতেন একটি মোটর সাইকেল গ্যারেজে। গ্যারেজে মেকানিক যখন বাইক সার্ভিসিং করতো তখন তিনি খুব মনযোগ দিয়ে লক্ষ করতেন। এভাবে তিনবার সার্ভিসিং করানোর পর ওই ইলেক্ট্রিশিয়ান নিশ্চিত হলেন যে এটা খুব সহজ একটা কাজ, তারমতো ইলেক্ট্রিশিয়ানের পক্ষে বাইক সার্ভিসিং করা কোন ব্যাপার নয় এবং আর টাকা নষ্ট না করে এখন থেকে নিজেই নিজের বাইক সার্ভিসিং করার সিদ্ধান্ত নিলেন।

ভাল দিনক্ষণ দেখে একদিন ইলেক্ট্রিশিয়ান সাহেব নিজের বাইকের সার্ভিসিং শুরু করলেন। পার্টগুলো খুলে ফেললেন, কেরোসিন তেল দিয়ে সব পার্টস ভাল করে মুছলেন। আবার সব ফিটিং করলেন। ফিটিংস শেষে মনে মনে খুশি ও গর্বিত হলেন। এবার একটু চালিয়ে দেখার পালা। বাইক স্টার্ট করে যথানিয়মে ফাস্ট গিয়ারে রেখে বাইক চালাতে গেলেন। কিন্তু একি?? হায়! হায়!! বাইক ঠিকই চলা শুরু করল। কিন্তু পিছনের দিকে কেন?? সার্ভিসিং এর পর ইলেক্ট্রিশিয়ান দেখলেন, তার বাইক চলছে কিন্তু সামনের দিকে যাচ্ছে না, যাচ্ছে পিছনের দিকে। কি আর করা। ধাক্কা দিতে দিতে তিনি বাইক নিয়ে গেলেন সেই মোটর সাইকেল গ্যারেজে। 

Post Comment

No comments:

Post a Comment